‘মানসের বাইত (বাড়ি) চাইয়ে-চাইয়ে খাই। ঘরবাড়ি নাই। মানসের বাইত থাহি। ওই বছর এডা (একটা) কম্বল পাইছিলাম। হেডা (সেটা) আগুনে পুইড়া গেছে। আমগর এহানে বেশি জার। খেতা দিয়ে জার কাটে না। রাইতে হাইরে জার করে। বাবা-গো, তুমগরে কম্বলডা পাইয়া খুব উপকার হইল।’ আজ শনিবার সকালে কম্বল হাতে পেয়ে এভাবে অনুভূতি প্রকাশ করেন জামালপুরের সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ডেফুলীবাড়ী গ্রামের মহিরণ বেগম (৭২)।
আজ সকালে কনকনে শীত উপেক্ষা করে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ডেফুলীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও মেষ্টা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের একটি মাঠে কম্বল নিতে জড়ো হন শীতার্ত বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষেরা। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ওই দুটি এলাকায় ১৭০ জন শীতার্ত মানুষের মধ্যে জামালপুর বন্ধুসভার সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।
লাঠির ওপর ভর দিয়ে কম্বল নিতে এসেছেন তিতপল্লা ইউনিয়নের ডেফুলীবাড়ী গ্রামের হাসেন আলী (৮০)। কম্বল হাতে পেয়ে তিনি বলেন, ‘আমার পুলাপানরা দেহে না। ওরা ঢাহাত থাকে অগরে মতো। বউডাও মইরা গেছে। বুইড়া বয়সে কই যামু। রাইতে খুব শীত করে। দুইডা খেতা গাও দেই, শীত মানে না। বাপু তুমরাই প্রথম কম্বল দিলা। কম্বলডা মুডা আছে। খেতা আর কম্বল মিলে গাও দিমু। এইবার আর শীত করবো না।’
মেষ্টা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. জোসনা মিয়া (৫৫)। তিনি একটি ভ্যানগাড়িতে কম্বল নিতে এসেছেন। কম্বল হাতে পেয়ে তিনি বলেন, ‘দুই পাও নাই। চলতে-ফিরতে পাই না। অনেক কষ্টে জীবন চলে। কাম-কাজ করতে পারি না। মানসের কাছ থেকে চাইয়ে খাই। কম্বল কিনার টেহা নাই। আপনাগরে কম্বলডা পাইয়া খুব উপকার হইল।’ একই গ্রামের আমেনা বেগম (৮০) কম্বল হাতে পেয়ে খুব খুশি। তিনি বলেন, ‘এই শীতে অনেক কষ্ট হইতেছে। তুমগরে কম্বলটা পাইয়া ভালো হইছে। আজ থাইকা শীত কাটবো-এই কম্বলে।’
কম্বল বিতরণে অংশ নেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ, বন্ধুসভার সভাপতি জাকারিয়া জাকি, সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান, ম্যাগাজিন সম্পাদক সোমাইয়া সরকার, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাঈমা, প্রচারণ সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক সানি সিরাজ মিথিলা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রাকিবুল রহমান, সদস্য কাকন, নাঈম, জিদান, সাজ্জাদ ও মতিন প্রমুখ।
উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের এই আয়োজনে সহযোগিতা করছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা)। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় ক্রয়কৃত কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।
হিসাব নম্বর: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন, ০১৭১৩০৬৭৫৭৬ এই পেমেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমে আপনার অনুদান পাঠাতে পারেন। ডিসেম্বর ২০২৩ থেকে এখন পর্যন্ত বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রথম আলো ট্রাস্টে ৯ লাখ ২৪ হাজার ৭৩৯ টাকা অনুদান এসেছে।