শ্রীমঙ্গলে দুই শতাধিক মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্ট্রের কম্বল পেয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন শ্রীমঙ্গলের দুঃস্থ মানুষেরা।

শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই মৌলভীবাজারের হোসনাবাদ চা বাগানসহ আশপাশের দুঃস্থ মানুষ প্রথম আলোর ট্রাস্টের টোকেন হাতে জড়ো হয় হোসনাবাদ নাটমন্ডপ প্রাঙ্গনে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। এর আগে গত কয়েকদিন ধরে হোসনাবাদ চা বাগান, নন্দরানী চা বাগান, জঙ্গলবাড়ি চা বাগান, এম আর খান চা বাগান ঘুরে ঘুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি দুঃস্থ মানুষদের তালিকা তৈরী করে।

অম্বরতী তাঁতী (৬৫) টোকেন  হাতে কম্বল নিতে এসেছেন। তিনি বলেন, ‘বাগানো বিকাল থাকি বেজান (বেশি) ঠান্ডা। হামরা (আমরা) টাউন থাকি বহুত দূরের বাগানে থাকি। সব সুবিধা টাউনের মানুষ পায়, এত দূরে কেউ কম্বল লইয়া আয় না। এই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট হয় আমরার। টাকার লাগি একটা নতুন কম্বল কিনতে পারিনা। পুরান কম্বল দিয়া অনেক কষ্টে শীত পাড় করি। আপনারা হামদের (আমাদের) কথা ভাবিয়া এত দূরে আইয়া কম্বল দিছেন। কম্বলটা পাইয়া খুব ভালো লাগছে। ভগবান আপনাদের ভালা করবে। ’

বৃহস্পতিবার সকালে উপজেলার হোসনাবাদ চা বাগানের নাট মন্ডপে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এই কম্বল তুলে দেওয়া হয়। বয়সের কারনে যারা সশরীরে আসতে পারেননি, তালিকা দেখে তাদের বাড়িতে গিয়ে কম্বল পৌঁছে দেয়া হয়।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, চা শ্রমিক নেতা ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, হোসনাবাদ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুদাম তাঁতী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলার হোসনাবাদ চা বাগানের নাট মন্ডপে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রথম আলোকে বলেন,‘ চা বাগানে সবচেয়ে বেশি শীত পড়ে। এখানে শ্রমিকরা যে মজুরি পায়, তা দিয়ে সংসারের খাবার জোগাড় করাই কষ্টকর। প্রথম আলো ট্রাস্ট চা বাগানের মানুষদের পাশে দাঁড়িয়েছে। আশা করবো সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো মানুষের পাশে দাঁড়াবে। এতে করে শীতার্ত অসহায় মানুষের কষ্ট দূর হবে। আমরা প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানাই।’ 

উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের এই আয়োজনে সহযোগিতা করছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা)। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় ক্রয়কৃত কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।

হিসাব নম্বর: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪; ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন, ০১৭১৩০৬৭৫৭৬ এই পেমেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমে আপনার অনুদান পাঠাতে পারেন।