বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে অর্থ সহায়তা দিয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক্স কলিগ ফোরাম। শুক্রবার সকালে প্রথম আলো কার্যালয়ে এসে নগদ ৫০ হাজার ১০০ শত টাকা তারা হস্তান্তর করেছে। প্রথম আলোর পক্ষ থেকে রাকেশ বাবু অনুদান গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক্স কলিগ ফোরাম এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন, ইমতিয়াজ আহমেদ এবং মোঃ আমানুল্লাহ। এই সহায়তা দ্রুততম সময়ের মধ্যে অসহায় বন্যা দুর্গতদের পুনর্বাসনে ব্যবহৃত হবে।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত ২২ আগস্ট বৃহস্পতিবার থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের সহায়তায় ত্রাণ বিতরণের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৫৬০৪টি পরিবারকে খাদ্য সহায়তা এবং নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৩৭১০ জনকে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। এছাড়াও ৫ ও ৬ সেপ্টেম্বর ফেনীতে আয়োজিত দুইদিনের মেডিকেল ক্যাম্পে প্রায় ২৫০০ জনকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।