টিফিনের পয়সা বাঁচিয়ে ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে। বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে অর্থ সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ শনিবার দুপুরে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮ হাজার ৩৩০ টাকা নগদ প্রদান করে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা অনুদানের টাকা গ্রহণ করেন। তাঁদের এই সহায়তা দ্রুততম সময়ের মধ্যে অসহায় বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২২ আগস্ট (বৃহস্পতিবার) থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও অন্যান্য প্রয়োজনীয় কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের সহায়তায় সামগ্রিক এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে পারেন আপনিও:
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল। হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯, ঢাকা ব্যাংক পিএলসি, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশান অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।