প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে ময়মনসিংহ জেলার ছয়টি পাঠাগারে বারো শ বই উপহার দেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর, বুধবার বিকেলে প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ে ছয়টি পাঠাগারের প্রতিনিধিদের কাছে এসব বই হস্তান্তর করা হয়।
বই উপহার পাওয়া পাঠাগারগুলো হচ্ছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার, একই উপজেলার ভবানীপুর নামাপাড়া খাতামুননাবীন মহিলা মাদ্রাসা পাঠাগার, তারাকান্দা উপজেলার তারাকান্দা গণপাঠাগার, ঈশ্বরগঞ্জ উপজেলার রোকানপুর স্কুল পাঠাগার, গৌরীপুর উপজেলার হারুন পাঠাগার ও ভুটিয়ারকোনা সাধারণ পাঠাগার।
এর আগে গত ২২ জুলাই এ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বুধবার পাঠাগারগুলোকে বই তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পাঠাগারকে মোট ২০০টি করে বই দেওয়া হয়েছে।
তারাকান্দা গণপাঠাগারের পক্ষ থেকে বই গ্রহণ করেন পাঠাগারের উপদেষ্টা কবি সরকার আজিজ। তিনি বলেন, ‘পাঠাগারে বই উপহার কর্মসূচিটি খুবই প্রশংসনীয়। এটি পড়ুয়া নতুন প্রজন্ম সৃষ্টি করতে ভূমিকা রাখবে। এমন চমৎকার উদ্যোগের জন্য বিকাশ ও প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানাই।’ তারাকান্দা গণপাঠাগার ছাড়াও অন্যান্য পাঠাগারের দায়িত্বরত ব্যক্তি এই বই গ্রহণ করেন।