বিকাশের উদ্যোগ ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় দেশজুড়ে সুবিধাবঞ্চিত পাঠাগারগুলোকে বই উপহার দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ির স্বপ্নবিলাশ উন্মুক্ত পাঠাগারকে বই প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ে ওই পাঠাগারের প্রতিনিধির হাতে ১৬৩টি বই তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি এহসান হাবীব। আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ের বিজ্ঞাপন সহযোগী সাদিকুল ইসলাম, ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি নাহিদ মণ্ডল, সহসভাপতি খালিদ হাসান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। স্বপ্নবিলাশ উন্মুক্ত পাঠাগারের পক্ষ থেকে বই গ্রহণ করেন পাঠাগারটির প্রতিষ্ঠাতা মাঈনুল ইসলাম, সদস্য আরাফাত আস্থি। অনুষ্ঠানে প্রধান অতিথি কবি এহসান হাবীব বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই উপহার একটি দারুণ উদ্যোগ। এ উদ্যোগ অব্যাহত থাকলে শিশুদের বই পড়ার মানসিকতা গড়ে উঠবে। স্বপ্নবিলাশ পাঠাগারের প্রতিষ্ঠাতা মাঈনুল ইসলাম বলেন, বিকাশ ও প্রথম আলোর উদ্যোগে বই উপহার পেয়ে তাঁদের পাঠাগারটি আরও সমৃদ্ধ হবে।