চুয়াডাঙ্গায় চাদর পেলেন দুই শতাধিক মানুষ

প্রথম আলো ট্রাস্টের উলের চাদর উপহার হাতে চুয়াডাঙ্গার শীতার্ত মানুষেরা। গতকাল বিকেলে পৌর এলাকার মাস্টারপাড়া রাহেলা খাতুন গার্লস একাডেমি প্রাঙ্গণেছবি: প্রথম আলো

‘গ্যালো কদিন ধইরে খুপ জাড় (শীত) নাগজে। দিনি-রাতি ঠকঠক কইরে কাঁপি। শীতির সুমায় চাদর পাইয়ে খুপ আনন্দ লাগজে।’ উপহারের শীতবস্ত্র পেয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা রাশিয়া বেগম (৮০) এভাবেই কথাগুলো বললেন।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহায়তায় গতকাল বুধবার মাথাভাঙ্গা নদীর দুই পারের দুই শতাধিক বাসিন্দার মধ্যে উলের চাদর বিতরণ করা হয়েছে। বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার রাহেলা খাতুন গার্লস একাডেমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গায় টানা ১০ দিন ধরে তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি থেকে ১২ ডিগ্রিতে ওঠানামা করছে। এর সঙ্গে উত্তর থেকে ধেয়ে আসা কনকনে বাতাসে সেখানে জীবনযাত্রা অনেকটাই থমকে গেছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার নুরুল ইসলাম মালিক; চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি হামিদুল হক মুন্সী; খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদকজয়ী সালমা সুলতানা উপকারভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

● শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।