চার দিন ধরে বাড়িতে পানিবন্দী নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের গৃহিণী সালেহা বেগম (৫৫)। দূর থেকে সড়কের ওপর ত্রাণবাহী পিকআপ দেখতেই বাড়ি থেকে এগিয়ে আসতে থাকেন কোমরসমান পানি মাড়িয়ে। ততক্ষণে বন্ধুসভার বন্ধুরা ত্রাণের প্যাকেট নিয়ে এগিয়ে যান বানের পানির বাধা ডিঙিয়ে। হাতে থাকা প্যাকেটটি তুলে দেন সালেহা বেগমের হাতে।
ত্রাণ পেয়ে সালেহার চোখেমুখে আনন্দ। বললেন, ‘চার দিন ধরি বন্যার হানির লাই (পানির জন্য) ঘরবাড়িরত্তুন বার অইতাম হারিয়ের না (বের হতে পারছি না)। উডানের ওপর মাজাসমান হানি; ঘরের ভিতরে হানি। ঘরে চাইল, ডাইল যা আছিল, শেষ অই গেছে। চিন্তায় আছিলাম কী করুম। অন যে খাবার হাইছি (পেয়েছি), তাতে দুই-তিন দিন চলি যাইব।’
স্থানীয় মাহে আলম ব্যাপারীর দোকান এলাকায় সালেহা বেগম ছাড়াও ত্রাণ পেয়েছেন ফাতেমা আক্তার, রোজিনা আক্তার, ইমরান হোসেন, নাজমা আক্তার, বেলাল হোসেনসহ বেশ কয়েকজন। ত্রাণ পেয়েছেন আমিন বাজার এলাকার সত্তরোর্ধ্ব হোসনে আরা বেগমও।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নোয়াখালীতে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নবগ্রাম এলাকার ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, খাওয়ার স্যালাইন, দেশলাই, মোমবাতি, বোতলজাত পানি ও বিস্কুট।
এ ছাড়া গতকাল ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নম্বর ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে চট্টগ্রাম বন্ধুসভা। পানির স্রোতের কারণে ত্রাণ নিয়ে তারা বেশি দূর এগোতে পারেনি।
প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বন্ধুসভার মাধ্যমে এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত আইডিএলসি ফাইন্যান্স ৫ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্স ৩ লাখ টাকা, নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তির দেওয়া ১ লাখ টাকা এবং বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৩ হাজার ৩৯৫ টাকা প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে জমা হয়েছে। প্রাথমিকভাবে ফেনীতে ৩ লাখ, নোয়াখালীতে ২ লাখ, কুমিল্লাতে ৩ লাখ ও ফটিকছড়িতে ২ লাখ টাকার ত্রাণসহায়তা পাঠানো হয়েছে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সেনোরা ব্র্যান্ডের সৌজন্যে এক হাজার প্যাকেট স্যানিটারি ন্যাপকিন এবং কোমল পানীয় ব্র্যান্ড সানকুইকের সৌজন্যে দুই হাজার বোতলজাত ফলের জুস বিতরণ করা হবে।
এ ছাড়া বন্ধুসভা জাতীয় পর্ষদের সদস্যদের নিজস্ব অনুদান এবং সভাপতি ও নির্বাহী সভাপতির উদ্যোগে দেশ ও দেশের বাইরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সংগৃহীত অর্থে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সাব্বির রহমান তানিম ৫০ হাজার টাকা, বন্ধুসভার পৃষ্ঠপোষক আনিসুল হক ৫০ হাজার টাকা এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি ইউনিটের সহকর্মীরা মিলে ৪০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। ঢাকা থেকে তানজিম মুনিয়তসহ আরও কয়েকজন খাবার, মোমবাতিসহ নানা সামগ্রী পাঠিয়ে একাত্মতা প্রকাশ করেন।
বন্যার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল। হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক পিএলসি, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।