প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বাবুডাইং আলোর পাঠশালায় কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বাবুডাইং আলোর পাঠশালায় কম্বল বিতরণ করা হয়।

তিন মাসের কন্যা সন্তান নিলন্তি টুডুকে কোলে নিয়ে প্রথম আলো ট্রাস্টের কম্বল নিতে এসেছিলেন মালতি মার্ডি। কম্বলটি শিশু সন্তানের গায়ে দেয়ার সময় বাবুডাইং আলোর পাঠশালার ছাত্রী মালতির আর এক মেয়ে বৃষ্টি মুরমুও এসে ঢুকে পড়ে কম্বলের মধ্যে। সকলের মুখেই ফুটে উঠে খুশির ঝিলিক।

মালতি মার্ডি বলেন, নরম তুলতুইলা কম্বল পাইনু। তিন মাসের গিদরাকে (শিশু সন্তান) লিয়্যা গায়ে দিব। গিদরাটা জার থাকি বাঁচবে। হামার দুটা বেটি এখুন স্কুলে (বাবুডাইং আলোর পাঠশালা) পড়ে। আগেও কম্বল পাইয়্যাছিনু। তুমরা হামরাকে মেলাই ভালোবাসিছো।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে ৯ জানুয়ারি মঙ্গলবার ২২৫ টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সহায়তা দেয়া হয়েছে আলোর পাঠশালার শিক্ষার্থীদের পরিবার ও বিদ্যালয়ের আশেপাশের ১০টি এলাকার ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালি পরিবারের মধ্যে। এদের মধ্যে আলাদা করে ১৫টি শিশু সন্তানের মায়েদেরও কম্বল দেয়া হয়। তাঁদের শিশু সন্তানদের কথা মনে রেখে কম্বল দেয়ায় মায়েরা আনন্দ প্রকাশ করেন।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে ৯ জানুয়ারি ২২৫ টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সম্প্রতি ঘরবাড়ি, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ আসবাবপত্র আগুনে পুড়ে যায় বাবুডাইং নতুনপাড়ার আনাদ্দি নামে সত্তোরর্ধ্বে এক ব্যক্তির। কম্বল পেয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ব্যাটারা ভিন্ন থাকে। মানুষজনের ফলের বাগান জোগাই কাজ করি। এখন ঠান্ডা বাতাস বহিছে। কম্বলটা গায়ে দিয়্যা বাগানের জোগাই কাজে আরাম পাবো।

বেলা সাড়ে ১১টায় কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সহ–সভাপতি কার্তিক কোল টুডু, সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, বীর মুক্তিযোদ্ধা  সুজারুদ্দিন, সুরেন কোল টুডু, মাধব কোল সরেন, চানু হাঁসদা, লগেন সাইচুরি, লাছাম মুরমু, হেফাজুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা

বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।