কুষ্টিয়ায় শীতার্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ

কম্বল নিয়ে বাড়ি ফিরছেন অসহায় শীতার্ত মানুষ।

কুষ্টিয়া ও কুমারখালী উপজেলার দুটি গ্রামে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত ২২ জানুয়ারি (সোমবার) ও আজ ২৩ জানুয়ারি (মঙ্গলবার) ২০০ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলার তাপমাত্র ছিলো ৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিলো জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্র। এদিন কুষ্টিয়া জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ১০৫জনকে কম্বল দেওয়া হয়। সেখানে একটি এতিমখানায় ৩৫জনকে ও গ্রামের অসহায় ৭০জন মানুষকে কম্বল দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণে স্থানীয় সমাজসেবক প্রকৌশলী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি এলাকাবাসীর পাশে থাকার জন্য প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নরম কম্বল পেয়ে লাঠিতে ভর দিয়ে কম্বল নিতে আসা শতবর্ষী ছাইমানি খাতুন বললেন, ‘দুই বছর আগে মাজায় ব্যথা পাইছি, কষ্টে বাড়িত শুয়ি ছিনু। কম্বল পাইয়ি খুব ভালো লাগছে। শীত খুউব বেশি। আমার ভালো হইলো।’

লাঠিতে ভর দিয়ে কম্বল নিতে এসেছিলেন আত্তাব উদ্দীন শেখ।

গত ২২ জানুয়ারি কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামে হতদরিদ্র ও অসহায় ৭৫ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। লাঠিতে ভর দিয়ে কম্বল নিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন শতবর্ষী আত্তাব উদ্দীন শেখ । তিনি বলেন,‘শীত ইবার বেশিই পড়চে। খুব কষ্ট হয়। এই শীতে এবছর প্রথম কম্বল পালাম। ভালুই লাগছে। কম্বল বেশ নরম আছে।’

যদুবয়রা গ্রামে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু,প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুনসহ সদস্যরা।

এছাড়া কুষ্টিয়া শহরের কয়েকটি ছাত্রাবাসে গৃহপরিচারিকা ও শহরের ছিন্নমূল ২০ জনকে কম্বল দেওয়া হয়। সবখানেই প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানসহ বন্ধুসভার সদস্য জসিম উদ্দিন,আহাদ হোসেন, মিমি আখতার ও বন্যা বিশ্বাস উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,প্রথম আলো ট্রাস্টের এই আয়োজনে সহযোগিতা করছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা)। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় ক্রয়কৃত কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। হিসাব নম্বর: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪; ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন, ০১৭১৩০৬৭৫৭৬ এই পেমেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমে আপনার অনুদান পাঠাতে পারেন।