সুপারস্টার গ্রুপের সৌজন্যে রান্না খাবার পেলেন ৪০০ দুর্গত মানুষ

১ সেপ্টেম্বর রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ৪০০ দুর্গত মানুষ রান্না করা খাবার পেয়েছেন।

বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে ২ লাখ টাকা  অর্থ সহায়তা দেয় সুপার স্টার গ্রুপ। ০১ সেপ্টেম্বর রোববার সুপারস্টার গ্রুপের সৌজন্যে ৪০০ দুর্গত মানুষ রান্না করা খাবার পেয়েছেন।

রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে এই খাবার বিতরণ করা হয়। দুপুর ও রাত—দুই বেলার খাবার পেয়েছেন ঘরবাড়ি হারানো এই দুর্গত ব্যক্তিরা। রান্না করা খাবারের মধ্যে ছিল সাদা ভাত, মুরগির মাংস ও আলুর ঝোল, মসুর ডাল ও সবজি।

ত্রাণ কার্যক্রমের সহযোগিতায় ছিল লক্ষ্মীপুর বন্ধুসভা। পাশাপাশি ঢাকা থেকে বন্ধুসভার সাবেক নির্বাহী সভাপতি শাকিল মাহবুব, ইভেন্ট বিভাগের আল মামুন, স্বেচ্ছাসেবক আতিকুর রহমান, জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।