দেশের পূর্বাঞ্চলে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে গত ২২ আগস্ট থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ লাখ টাকা সহায়তা দিয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় ৩০ আগস্ট নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ফেনীর ৬৪৫টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ৩১ আগস্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় লক্ষ্মীপুর ও কুমিল্লার ১ হাজার ২১০ জন বন্যার্তের মাঝে রান্না করা খাবার পৌঁছে দেন প্রথম আলো ট্রাস্ট। এ ছাড়া নোয়াখালী ও ফেনীতে বন্যার্ত ২৭০টি পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায়।
উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি প্রতিনিধি দল ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য প্রথম আলো ট্রাস্টকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান। এসময় প্রথম আলো ট্রাস্টকে ব্যাংকটির পক্ষ থেকে পূর্বে প্রদানকৃত অর্থের রেপ্লিকা চেক হস্তান্তর করা হয়। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা ও প্রথম আলোর ব্যবস্থাপক (অ্যাড সেলস) নর্মদা মিথুন রেপ্লিকা চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে রজার ইবনে আজাদ( হেড অব ব্র্যান্ড), আ. মান্নান ( ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) উপস্থিত ছিলেন।