স্বয়ম্ভর লাইব্রেরিতে পৌঁছে দেওয়া হলো ১৬১টি বই 

বিকাশের উদ্যোগে প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় স্বয়ম্ভর লাইব্রেরিতে ১৬১টি বই বিতরণ করা হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় স্বয়ম্ভর লাইব্রেরিতে গতকাল বৃহস্পতিবার পাঠক, লেখক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, বন্ধুসভার সদস্য ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে বসেছিল আড্ডা। প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে বই বিতরণ উপলক্ষে সৃজনশীল এসব মানুষের সম্মিলন ঘটে।

ঢাকায় বইমেলায় আসা পাঠক–দর্শকদের কাছ থেকে বিকাশের উদ্যোগে সংগৃহীত ১৬১টি বই প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে স্বয়ম্ভর লাইব্রেরির পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হয়। আয়োজকেরা বলেন, এ পদক্ষেপ ঢাকার পাঠকদের সঙ্গে ভিন্নধর্মী এক বন্ধন গড়ে তুলবে আলমডাঙ্গা উপজেলার পাঠকদের সঙ্গে। প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম এবং আমন্ত্রিত অতিথিরা লাইব্রেরিয়ান বাবুল আখতারের হাতে এ বই তুলে দেন।

এ সময় অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও লেখক নওরোজ মোহাম্মদ সাঈদ, নিগার সিদ্দিক কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নাসির উদ্দিন ও আলমডাঙ্গা কলাকেন্দ্রের পরিচালক ইকবাল হোসেন। প্রথম আলো বন্ধুসভার আরাফাত ফাগুন, তামিম হাসান ও প্রীতি সাহা গান পরিবেশন করেন।

বিকাশের উদ্যোগে প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় স্বয়ম্ভর লাইব্রেরিতে ১৬১টি বই বিতরণ করা হয়েছে

আয়োজকেরা বলেন, বিকাশ ছয় বছর ধরে বইমেলার মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে। আর চার বছর ধরে বই সংগ্রহের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত স্কুলসহ বিভিন্ন লাইব্রেরিতে ১ লাখ ৪৭ হাজার বই বিতরণ করেছে। আয়োজনের সঙ্গী হয়েছে প্রথম আলো ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় স্বয়ম্ভর লাইব্রেরিতে বই পৌঁছে দেওয়া হয়।