‘বয়স হইচে, বাপু। কানে শুনা পাউ না। ঠান্ডাতে বেড়ানেড়া করিবা পারু না। কম্বলডা দিলেন, ভালোয় হইল। আইতোত ঢাকা নিবা পারিম।’
গত বৃহস্পতিবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন মাঠে কম্বল পেয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৯০ বছর বয়সী কান্দুরী বেওয়া। এদিন এডিসন ফাউন্ডেশনের সহায়তায় ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়।
হিমেল বাতাস আর হাড়কাঁপানো শীতে সকালে আটোয়ারী উপজেলার পানবারা আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন মাঠে জড়ো হন নানা বয়সী ১৫০ জন নারী-পুরুষ। এডিসন ফাউন্ডেশনের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল নিয়ে সেখানে হাজির হন পঞ্চগড়ের প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
ভারতীয় সীমান্তঘেঁষা আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা আশ্রয়ণ প্রকল্পসহ আশপাশের কয়েকটি গ্রাম থেকে আসা ১৫০ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষকে একটি করে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণের সময় আটোয়ারীর ইউএনও মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার ওসি সোহেল রানা, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় প্রথম আলো বন্ধুসভার সভাপতি রায়হান শরীফসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকেলে বন্ধুসভার সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, জেলা শহরের ডোকরোপাড়া, রামের ডাঙ্গা, মসজিদপাড়া ও তালমা এলাকায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে আরও ৫০টি কম্বল বিতরণ করেন। এভাবেই আজ দিনভর ২০০টি কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।
শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।
সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।
বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।