নতুন প্রজন্মকে বইমুখী করতে বিকাশ বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় দেশজুড়ে বই বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। এ বছর সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণ করা হয়েছে। চলতি বছরের ১০ অক্টোবর বই বিতরণ কার্যক্রম শুরু হয়। বই বিতরণ কার্যক্রম শেষ হয় ৩০ নভেম্বর।
বিকাশের উদ্যোগে সংগৃহীত বই গত ১০ অক্টোবর চুয়াডাঙ্গায় বিতরণের মাধ্যমে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রায় দুই মাসব্যাপী চলা বই বিতরণ কার্যক্রম দেশের ২৮ টি জেলায় পরিচালিত হয়েছে। দেশের ৪৩৪টি সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে অমূল্য উপহার—বই। ৩০ নভেম্বর ফেনীতে বই বিতরণের মাধ্যমে বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
উল্লেখ্য বিকাশ ছয় বছর ধরে অমর একুশে বইমেলার মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে। বই মেলা থেকে সংগৃহীত বই দেশের সুবিধাবঞ্চিত স্কুলসহ বিভিন্ন লাইব্রেরিতে পৌঁছে দেওয়ার কাজে সহযোগী হয়ে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।