প্রথম আলো চরের ৪০০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

কুড়িগ্রাম প্রথম আলো চরে ঈদ উপহার বিতরণ।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম প্রথম আলো চরের ৪০০ পরিবারের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২১ এপ্রিল ২০২৩ বিকেল তিনটায় প্রথম আলো চর আলোর পাঠশালা মাঠে এ উপহার সামগ্রী চরের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়।

মাছ শিকার করে সংসার চালান বাহাদুর মিয়া। তিনি বলেন,‘নদীতে এখন মাছ পাওয়া যায় না। বেকার অবস্থায় বাড়িত বসি আছি। কষ্ট করি চলবার নাগছি। ঈদ উপহার পেয়া খুব উপকার হইল।’

প্রথম আলো ট্রাস্টের সহায়তায় দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, চিনি ও সেমাই।

উপহার নিতে আসা জসিম মিয়া বলেন, ‘রমজান মাস ছাওয়া পাওয়া  নিয়ে কষ্টে আছি। ঈদের আনন্দ নাই। পোলাওয়ের চাল, চিনি,সেমাই পেয়ে ভালোই হলো।’

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন প্রথম আলো চর আলোর পাঠশালার উপদেষ্টা সফি খান, প্রথম আলো কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জাহানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুস সোবহান, পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারি প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ।