বার্জার পেইন্টস বাংলাদেশের সহায়তায় রান্না করা খাবার পেলেন বন্যার্ত ১১০০ মানুষ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত সোমবার ০২ সেপ্টেম্বর নোয়াখালীর সেনবাগের তিনটি আশ্রয়কেন্দ্রে বন্যার্ত ১ হাজার ১০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত সোমবার ০২ সেপ্টেম্বর নোয়াখালীর সেনবাগের তিনটি আশ্রয়কেন্দ্রে বন্যার্ত ১ হাজার ১০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ খাবার বিতরণ করা হয় বার্জার পেইন্টস বাংলাদেশের সহায়তায়। বার্জার পেইন্টস বাংলাদেশ বন্যার্তদের সহযোগিতায় ৫ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে।  

বন্যার্তদের জন্য সেনবাগের ডুমুরুয়া ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানেই বন্যার্ত ৫০০ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়।

একই উপজেলার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এর অদূরে একটি নূরানি মাদ্রাসায় বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই দুটি আশ্রয়কেন্দ্রে বন্যার্ত ৬০০ মানুষকে রান্না করা খাবার দেওয়া হয় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে।