প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: বন্যার্তদের সেবায় মেডিকেল ক্যাম্প
চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি বন্যার্তরা
চুলকানিসহ নানা রোগ নিয়ে এসেছেন রিনা আক্তার (৫৫)। ছয় বছরের আশ্রাফুল ইসলামের ত্বকে পানিবাহিত রোগে ক্ষত দেখা দিয়েছে। বন্যার পানিতে পায়ে ফুসকুড়ি সত্তরোর্ধ্ব ওবায়দুল হকেরও। চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সবাই বেশ খুশি।
গত বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের গঙ্গাধর মজুমদার হাট উচ্চবিদ্যালয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এক হাজারের বেশি বন্যার্ত মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
এ নিয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল দ্বিতীয় দিনের মতো ফেনীতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উদ্যোগে সহায়তা করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করে প্রথম আলো ফেনী বন্ধুসভা।
ইউনিভার্সেল মেডিকেল কলেজের গাইনোকোলজিস্ট সাদিয়া আহম্মেদ, নাক-কান–গলা বিশেষজ্ঞ আফসানা জাবিন, মেডিকেল কর্মকর্তা আরমান হোসেন ও হাসিবুল ইসলামের নেতৃত্বে চিকিৎসক ও নার্সদের ২০ সদস্যের একটি দল চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের, প্রথম আলো বন্ধুসভা ফেনীর সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সম্পাদক লোকমান চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল হান্নান প্রমুখ।
গঙ্গাধর মজুমদার হাট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল হক বলেন, প্রথম আলোর এ ধরনের কাজের কথা তিনি আগেও শুনেছেন। প্রথম আলো ট্রাস্ট এভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বন্যার্ত এলাকায় চিকিৎসাসেবা ও ওষুধ নিয়ে এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানান তিনি।
বন্যার্তদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন:
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল।
হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।