‘আমাগোরে কেহই কিছু দেয় না,তোমাগোরে কম্বলে আমার জাড়ের কষ্ট দুর ওইবো’

সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলায় গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এবার সারা দেশে এ পর্যন্ত ৪ হাজার ৭৪০ জন শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে।

'যারা কম্বলের জন্য দৌড়ায় , তারাই শুধু বারেবারে পায়। আমরা দৌড়াইবার পারিন্যা, তাই আমাগোরে কেহই কিছু দেয় না। এবার জাড়ে (শীতে) অনেক কষ্ট করছি, তোমাগোরে কম্বলে আমার জারের কষ্ট দুর ওইবো।’ কম্বল হাতে পেয়ে কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা হাজেরা বেগম (৬৫)।

গতকাল রোববার বেলা ১১ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ১৪৫ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে সিরাজগঞ্জ বন্ধুসভার প্রতিনিধি দল। কম্বল পাওয়া ব্যক্তিদের একজন ছিলেন তামাই কুঠি পাড়া গ্রামের মমেনা খাতুন। কম্বল হাতে পেয়ে তিনি বলেন, ‘আপনেরা গ্রামের পাড়ায় পাড়ায় খুঁজে খুঁজে দেহেন, কার আসলেই দরকার। এবারই প্রথম আপনেগোরে দেওয়া চিলিপ নিয়া আইসা কম্বল পাইলাম। খুব খুশি ওইছি।’

সেখান থেকে বের হয়ে প্রতিনিধিদল ছুটে যায় সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার টেঙরাইল গ্রামের দিকে। ওই গ্রামে ১৮০ টি পরিবারের বসবাস। যার মধ্যে অধিকাংশই নিম্ন আয়ের মৎস্যজীবী। গ্রামটির মধ্যভাগে শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরের উঠানে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন শতাধিক নারী পুরুষ। তাঁরা আগেই কম্বল বিতরণের টোকেন পেয়েছিলেন। বেলা ১ টার দিকে তাদের মধ্যে ৫৫ জনের হাতে তুলে দেওয়া হয় প্রথম আলো ট্রাস্টের কম্বল।

কম্বল পেয়ে বেশ আনন্দিত দেখাচ্ছিল চুমকি রানীকে (৬৫)। তিনি বলেন, ‘এ কম্বলে আমার মেলা উপকার ওইলো।’

বিতরণের কাজে অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী রনজিত্ কুমার সরকার। তিনি প্রথম আলো ট্রাস্টের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘খবর পরিবেশনের পাশাপাশি মানুষের জন্য এমন কাজ পত্রিকাটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে।’ এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয় কোনাবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককের অবসর প্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা জ্ঞানেন্দ্র নাথ, নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুক্তা চন্দ্র দাস,টেঙরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা আজিম, সহকারী শিক্ষক ফাতিমা খাতুন, প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি,সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি প্রদীপ সাহা ,দুর্যোগ ও ত্রান সম্পাদক পিয়াস শেখ, সাংস্কৃতিক সম্পাদক আশীষ বিপ্লব, ম্যাগাজিন সম্পাদক ওলিউল্লাহ অনিক , সদস্য নাজমুল ও শান্ত শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।সিরাজগঞ্জ বন্ধুসভার সদস্যরা এই বিতরণের কাজে সহায়তা করেন । শীতবস্ত্র বিতরণের জন্য দুই দিন ধরে দুই উপজেলার এসব গ্রামে গিয়ে যাচাই-বাছাই করে শীতার্ত মানুষের মধ্যে টোকেন বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

উল্লেখ্য, শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড। এই টাকায় ক্রয়কৃত ২০০টি কম্বল আজ সিরাজগঞ্জে বিতরণ করা হয়েছে।

এগিয়ে আসতে পারেন আপনিও:

 সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।

 হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

 হিসাব নম্বর: ২০৭ ২০০০০১১১৯৪

 রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯

 ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

 অথবা

বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।

 এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশান অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।