জ্ঞান–বিজ্ঞানে সমৃদ্ধ জাতি গড়ে তুলতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। তাই নতুন প্রজন্মের মধ্যে ছাপানো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এ কথা বলেছেন।
অনুষ্ঠানে অনলাইনের যুগে ছাপানো বই পড়ায় আগ্রহ সৃষ্টি করতে যশোরের ২৬টি পাঠাগারে সাড়ে ৫ হাজারের বেশি বই বিতরণ করা হয়েছে। চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। বই বিতরণ অনুষ্ঠানে যশোরের ২৬টি পাঠাগারের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বন্ধুসভার উপদেষ্টা, সংস্কৃতিকর্মীসহ শহরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতি বিনির্মাণে ছাপানো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই বিতরণ, বইমেলা ও গণিত উৎসবের মতো কর্মকাণ্ডের মাধ্যমে প্রথম আলো সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিকাশের মাধ্যমে প্রথম আলোর এই বই বিতরণ কর্মসূচি অন্যতম একটি ভালো কাজ।
গত ১৭ অক্টোবর,যশোর সদর উপজেলার শিশুর ভুবন আধুনিক বিদ্যালয়, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ, বিবর্তন যশোর পাঠাগার, বন্ধুসভার অশোক সেন স্মৃতি পাঠাগার, সরকারি পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা পাঠাগার, তির্যক যশোর, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, এমএসটিপি বালিকা উচ্চবিদ্যালয়, যশোর বালিকা বিদ্যালয়, রায়মানিক এ কে বিশ্বাস ড্রিম স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়া সমাজকল্যাণ সংস্থা, সপ্তাহে একটি বই পড়ি, যশোর কেন্দ্রীয় কারাগার গ্রন্থাগার, শিশু উন্নয়ন কেন্দ্র, সরকারি শিশু পরিবার, আমাদের বাড়ি পাঠাগার, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার আহসান মুস্তারি পাঠাগার, নব কিশলয় মাধ্যমিক বিদ্যালয়, যশোর কালেক্টরেট স্কুল, সখিনা বালিকা বিদ্যালয়, কেশবপুর উপজেলার নক্ষত্র সমাজকল্যাণ সংস্থা, শার্শা উপজেলার আলোকিত নিশ্চিন্তপুর ও নিশ্চিন্তপুর পাঠাগার, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার অবিসংবাদী সাহিত্য সংঘ ও পারলার্ট পাবলিক লাইব্রেরি নামের পাঠাগারকে বই দেওয়া হয়। এসব পাঠাগারে মোট ৫ হাজার ৫২৬টি বই বিতরণ করা হয়েছে।