শীতার্ত মানুষের পাশে আইপিডিসি

গত ১৮ ডিসেম্বর ২০২৪ প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে কম্বল বিতরণ করা হয়।ফাইল ফটো।

দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য গঠিত হয়েছে ত্রাণ তহবিল। সিডর, আইলা, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অথবা শীতার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। তারই ধারাবাহিকতায় এখন শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করছে প্রথম আলো ট্রাস্ট। এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে ২ লাখ টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই টাকায় ক্রয়কৃত কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি লোগো।

এগিয়ে আসতে পারেন আপনিও:

সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট / ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭ ২০০০০১১১৯৪

রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯

ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা

বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।

এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।