দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য গঠিত হয়েছে ত্রাণ তহবিল। সিডর, আইলা, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অথবা শীতার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। তারই ধারাবাহিকতায় এখন শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করছে প্রথম আলো ট্রাস্ট। এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
শীতবস্ত্র বিতরণের এ কার্যক্রমে পাশে দাঁড়িয়েছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড। গতকাল শনিবার বিকেলে প্রথম আলোর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্টে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অনুদানের চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোরশেদ আলম চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আফছার। এই সহায়তা দ্রুততম সময়ের মধ্যে অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এগিয়ে আসতে পারেন আপনিও:
সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭ ২০০০০১১১৯৪
রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।
এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশান অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।