প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে সুন্দরবন সংলগ্ন কয়েকটি গ্রামে কম্বল বিতরণ
‘সেরকম শীত পড়েছে। বিড়ার ফাঁক দে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকে ঘরে। গা-গতর,হাত-পা সব হিম হুয়ে যায়। ঠান্ডায় বাঁচি থাকা দায় হুয়ে গেছে। প্রথম আলোর কম্বল পাইয়ে একটুখানি হলেও কষ্ট নিবারণ হবে নে।’
শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের বাসিন্দা ফুলজান বিবি (৭৭) প্রথম আলোর ট্রাস্টের দেওয়া কম্বল পেয়ে এসব কথা বলেন। আজ ২৪ জানুয়ারি(বুধবার) প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শ্যামনগর উপজেলায় ১৫৫ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
সাতক্ষীরা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গ্রাম সিংহড়তলী। চুনো নদী সুন্দরবন ও সিংহড়তলী গ্রামকে বিভক্ত করেছে । নদীর পাড়ের এসব এলাকায় ঝুপড়ি ঘরে মানুষের বসবাস। চুনো নদীর উত্তর পাশে প্রকৃতিক দুর্যোগ আইলা পরবর্তী সময়ে ২০১১ সালে ২৮ জানুয়ারি নির্মাণ করা হয় প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র। কেন্দ্রের চত্বরে সিংহড়তলী, চুনকুড়ি, হরিনগর ও যতীন্দ্রনগর গ্রামের ১১০জন শীতার্ত মানুষের মধ্যে আজকে দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলো ট্রাস্ট্রের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। পরে দুপুর দেড়টার দিকে পারশেখালি গ্রামের ৩০জন দুঃস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বেলা সাড়ে তিনটার দিকে শ্যামনগর ফুলতলা মোড়ে ১৫জনকে কম্বল দেওয়া হয়।
সিংহড়তলী প্রথম আলো আশ্রয়ণ কেন্দ্রের সামনে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন সিংহড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আব্দুল রব, সহকারী শিক্ষক কল্পনা রানী সরদার ও নেছার রানী গাজী।
পারশেখালি গ্রামে দুঃস্থ ও প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন সুন্দরবন বন্যপ্রাণী উদ্ধার কমিটির আহ্বায়ক আব্দুল গণি (টাইগার গণি) ও ফুলতলা মোড়ে দুঃস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন কলেজ শিক্ষক সামিউল মনির।
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা সভাপতি কর্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমরুল হাসান, যুগ্ম সম্পাদক মোকাররাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, দুর্যোগ ত্রাণ বিষয়ক সম্পাদক পারভেজ, জেন্ডার বিষয়ক সম্পাদক শারমিন আক্তার ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
প্রথম আলো ট্রাস্টের এই আয়োজনে সহযোগিতা করছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা)। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় ক্রয়কৃত কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।
হিসাবের নাম প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪; ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন ০১৭১৩০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমে আপনার অনুদান পাঠাতে পারেন।