আইডিএলসির সহায়তায় ত্রাণসামগ্রী পেল ৪১৩ পরিবার
দেশের পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এই বন্যায় দুর্গদের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কাজে আইডিএলসি ফাইন্যান্স ৫ লাখ টাকা সহায়তা দিয়েছে। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আইডিএলসি ফাইন্যান্সের সহযোগিতায় ২২ আগস্ট বৃহস্পতিবার থেকে ২৪ আগস্ট শনিবার পর্যন্ত (তিন দিন) নোয়াখালী ও চট্টগ্রামে ৪১৩টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নোয়াখালীর নবগ্রাম এলাকার ১০০টি পরিবার, লক্ষ্মীনারায়ণপুরের ৭০টি ও পাশের নিত্যানন্দপুর গ্রামের ৩০টি পরিবার, চট্টগ্রামের ফটিকছড়িতে ১৬৩টি পরিবার ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নম্বর ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে ৫০টি পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, গুড়, মুড়ি, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, দেশলাই, মোমবাতি, বোতলজাত পানি ও বিস্কুট।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের সহায়তায় ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এগিয়ে আসতে পারেন আপনিও:
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল। হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, রাউটিং নম্বর:০৮৫২৬২৫৩৯, ঢাকা ব্যাংক পিএলসি, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।