আইডিএলসির সহায়তায় ত্রাণসামগ্রী পেল ৪১৩ পরিবার

প্রথম আলো ট্রাস্টের বিতরণ করা ত্রাণসহায়তা পেয়ে ঘরে ফিরছেন এক ব্যক্তি। ২৩ আগস্ট শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে।ছবি: প্রথম আলো

দেশের পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এই বন্যায় দুর্গদের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কাজে আইডিএলসি ফাইন্যান্স ৫ লাখ টাকা সহায়তা দিয়েছে। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আইডিএলসি ফাইন্যান্সের সহযোগিতায় ২২ আগস্ট বৃহস্পতিবার থেকে ২৪ আগস্ট শনিবার পর্যন্ত (তিন দিন) নোয়াখালী ও চট্টগ্রামে ৪১৩টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নোয়াখালীর নবগ্রাম এলাকার ১০০টি পরিবার, লক্ষ্মীনারায়ণপুরের ৭০টি ও পাশের নিত্যানন্দপুর গ্রামের ৩০টি পরিবার, চট্টগ্রামের ফটিকছড়িতে ১৬৩টি পরিবার ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নম্বর ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে ৫০টি পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, গুড়, মুড়ি, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, দেশলাই, মোমবাতি, বোতলজাত পানি ও বিস্কুট।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের সহায়তায় ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এগিয়ে আসতে পারেন আপনিও:

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল। হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, রাউটিং নম্বর:০৮৫২৬২৫৩৯, ঢাকা ব্যাংক পিএলসি, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা

বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।