আইপিডিসির সহায়তায় ৩৭৬ পরিবার ত্রাণসামগ্রী পেল
দেশের পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এই বন্যায় দুর্গদের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কাজে আইপিডিসি ফাইন্যান্স ৩ লাখ টাকা সহায়তা দিয়েছে। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২৫ আগস্ট রোববার আইপিডিসি ফাইন্যান্সের সৌজন্যে চট্টগ্রাম ও নোয়াখালীর বন্যার্ত ৩৭৬ পরিবারকে ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। ফটিকছড়ির টোনাকাজির বাড়ি, পানাউল্লাহপাড়া ও নাছির মোহাম্মদ তালুকদার বাড়ি এলাকায় বন্যার্ত ২২৬ পরিবার এবং নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় বন্যার্ত ১৫০ পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিস্কুট, খাওয়ার স্যালাইন, কেক, নুডলস, দেশলাই, জুসসহ বিভিন্ন শুকনা খাবার।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের সহায়তায় ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এগিয়ে আসতে পারেন আপনিও:
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল। হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, রাউটিং নম্বর:০৮৫২৬২৫৩৯, ঢাকা ব্যাংক পিএলসি, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।