‘ঘরে বন্যার পানি ঢুকে বাচ্চাদের কাপড়চোপড় নষ্ট হয়ে গেছে। নতুন জামা কেনার টাকা নেই। চাল-ডাল ও চিড়া-মুড়ি অনেকে দিয়েছে, তবে এই প্রথম কাপড় পেলাম। নতুন কাপড়ে বাচ্চাদের মুখে হাসি ফুটবে।’
দুই সন্তানের জন্য পরনের জামা পেয়ে এমনই মন্তব্য নোয়াখালীর সদর উপজেলার বন্যাদুর্গত কাদিরহানিফ ইউনিয়নের গৃহবধূ রেহানা আক্তারের। গত ৮ সেপ্টেম্বর রোববার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে রেহানা আক্তারকে তাঁর দুই সন্তানের জন্য টি-শার্ট ও হাফ প্যান্ট তুলে দেওয়া হয়। একই দিনে ইউনিয়নের আরও ৪০০ মানুষকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নতুন জামা বিতরণ করা হয়েছে।
প্রথম আলো ট্রাস্টের পক্ষে এলাকাটিতে পাঞ্জাবি, থ্রি–পিস, টি–শার্ট ও প্যান্ট বিতরণ করা হয়। এসব নতুন জামা বিতরণে সহযোগিতা করে প্রথম আলো নোয়াখালী বন্ধুসভা। নোয়াখালীতে প্রথম আলো ট্রাস্টের সহায়তায় এ পর্যন্ত ১ হাজার ৪৫০ জন বন্যাদুর্গত নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
রেহানা আক্তার প্রথম আলোকে বলেন, সন্তানদের জন্য নতুন জামা পেয়ে তিনি অনেক খুশি।