সৈয়দপুরে আড়াই শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহায়তায় শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে সৈয়দপুরের কামারপুকুর ডিগ্রি কলেজ মাঠে ।

‘বাপো, কয় দিন হামরা জাড়তে (শীতে) কাবু হয়া গেছিনো। তোমার কম্বল পায়া বাঁচিনো। ভগবান তোমার ভালো করিবে।’ এভাবে কথাগুলো বলছিলেন অশীতিপর নারী জ্ঞানদা বর্মণী। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামে বাড়ি তাঁর।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহায়তায় গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে সৈয়দপুরের কামারপুকুর ডিগ্রি কলেজ মাঠে আড়াই শ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। জ্ঞানদা বর্মণীর হাতে একটি কম্বল তুলে দেন সৈয়দপুর প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহায়তায় শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। কম্বল নিয়ে বাড়ি ফেরার সময় তোলা ছবি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার দাস। প্রকৃত শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়ায় তিনি প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ উপকমিটির আহ্বায়ক বিলকিস আক্তার। বক্তব্য দেন কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলি বেগম, সৈয়দপুর শিল্পী সমিতির সভাপতি হোসনে আরা লিপি, ঢাকা মহানগর বন্ধুসভার সদস্য শারমিন আরা তিষা, সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর বন্ধুসভার প্রচার সম্পাদক হাসনাইন আয়েজ ফেরদৌস।

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।