শীতার্ত মানুষের পাশে ইলেক্ট্রো মার্ট লিমিটেড

প্রথম আলো কার্যালয়ে গত ১৬ জানুয়ারি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে প্রথম আলো ট্রাস্টের জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন ইলেক্ট্রো মার্টের পরিচালক নুরুল আজিম সানি (বাঁয়ে)। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্টের উপমহাব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আফছার (ডান থেকে দ্বিতীয়) ও মহাব্যবস্থাপক(বিক্রয় ও বিপণন) মাহমূদন নবী চৌধুরী (ডানে)।

দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য গঠিত হয়েছে ত্রাণ তহবিল। সিডর, আইলা, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অথবা শীতার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় প্রথম আলো ট্রাস্ট। তারই ধারাবাহিকতায় এবারো শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করবে প্রথম আলো ট্রাস্ট। ট্রাস্টের এই কার্যক্রমকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

 প্রথম আলো ট্রাস্টের এই আয়োজনে সহযোগিতা করছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা) । শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় ক্রয়কৃত শীতবস্ত্র অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এগিয়ে আসতে পারেন আপনিও:

 সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।

 হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

 হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪

 ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

 অথবা

 বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।

 এ ছাড়া বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।