প্রথম আলো ট্রাস্ট্রের ত্রাণ তহবিলে সহায়তা অব্যাহত রয়েছে
দেশের পূর্বাঞ্চলে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। গত ২২ আগস্ট থেকে ট্রাস্টের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।বন্যার্তদের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির আর্থিক সহায়তা প্রদান অব্যাহত আছে। ২২ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত ত্রান তহবিল মোট জমা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৭ হাজার ২৫৭ টাকা।
আরও যারা যুক্ত হলেন:
· প্রগতী ইন্সুরেন্স: ৫ লাখ টাকা।
· নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি: ১ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা
· হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস (এমএআরসি বিভাগ): ৪০ হাজার টাকা
· আনোয়ার: ১০ হাজার ৫০০ টাকা
· বেইলি রোড প্রিপারেটরী স্কুল অফিসার্স কোয়ার্টার, বেইলি রোড, ঢাকা: ১০ হাজার ৩১০ টাকা
· ব্যাংকের মাধ্যমে: ৭২ হাজার ২৬০ টাকা
বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে পারেন আপনিও:
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল। হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪, রাউটিং নম্বর: ০৮৫২৬২৫৩৯, ঢাকা ব্যাংক পিএলসি, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা
বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশান অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।