প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: বন্যার্তদের মধ্যে নতুন পোশাক বিতরণ
নতুন পোশাক পেলেন বন্যাদুর্গত ৬৫০ জন
ঘরের মধ্যে এখনো হাঁটুসমান পানি। বন্যার পানি ঢুকে বাড়ির জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। এক বছরের ছোট বোনকে কোলে নিয়ে বাড়ির উঠানে পানিতে রাখা একটি বেঞ্চের ওপর খেলছিল রাহা। এ সময় ছোট্ট শিশু দুটির হাতে নতুন জামা তুলে দেন প্রথম আলো বন্ধুসভা নোয়াখালীর উপদেষ্টা ও নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন।
রাহাদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ হুগলি গ্রামে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সোমবার বন্যাকবলিত ওই গ্রামের ৬৫০ জনের মধে৵ নতুন পোশাক বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভা নোয়াখালীর সদস্যরা। বন্যার দুর্দশার মধ্যে নতুন পোশাক পেয়ে শিশু–কিশোর, তরুণ-তরুণী ও প্রবীণ সবাই খুশি। কেউ কেউ বলছিলেন, বিপদের এই দিনে নতুন পোশাক পাওয়ার আনন্দ প্রকাশ করার ভাষা তাঁদের জানা নেই।
বন্যার্ত মানুষদের সহায়তায় প্রথম আলো ট্রাস্টকে এসব পোশাক দিয়েছিল ফ্যাশন ব্র্যান্ড লা রিভ।
প্রথম আলো ট্রাস্টের দেওয়া নতুন পাঞ্জাবি পেয়েছেন আহম্মদ আলী ও মো. বাবুল নামে দুজন। তাঁরা দুজন চাচা-ভাতিজা। নতুন পোশাক হাতে তাঁরা প্রথম আলোকে জানান, বন্যার পানির সঙ্গে তাঁদের লড়াই এখনো শেষ হয়নি। তাঁর বাড়িতে ও চলাচলের পথে এখনো পানি। এর মধ্যে নতুন পোশাক পেয়ে ভালো লাগছে। ফেরার পথে দেখা গেল নতুন পাঞ্জাবি পরে মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়েছিলেন তাঁরা।
নতুন জামা পেয়ে কাপড়ের কষ্ট আপাতত দূর হলো বলে জানাল ১৫ বছরের রোকেয়া খাতুন। এই কিশোরী জানায়, বন্যার পানি বাড়তে দেখে তাড়াহুড়া করে আশ্রয়কেন্দ্রে যেতে হয় তাদের। তাই যাওয়ার সময় ঘর থেকে সব জামাকাপড় নেওয়া হয়নি। প্রায় দুই সপ্তাহ পর বাড়ি ফিরে দেখা যায়, ঘরে বন্যার পানি ঢুকে সব কাপড় নষ্ট হয়ে গেছে। এ দেখে কষ্ট পেলেও নতুন পোশাক পেয়ে সেই কষ্ট দূর হলো।