প্রথম আলো ট্রাস্ট সব সময় মানুষের জন্য

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া ত্রাণসামগ্রী নিয়ে বাড়ি ফিরছেন বন্যার্ত মানুষেরা। ছবি: গত ৩ জুলাই ২০২২, দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরপারের শরীয়তপুর গ্রামে।

অনেকটা অসময়েই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টি—সব মিলিয়ে হঠাৎই যেন সিলেট নগরসহ প্রায় ১৩টি উপজেলার মানুষেরা বিপাকে পড়ে গেলেন। আকস্মিক বন্যায় বানভাসি মানুষজন গবাদিপশু নিয়ে দুর্ভোগে পড়েন। প্লাবিত এলাকায় দেখা দেয় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্লাবিত এলাকার মানুষের এই দুর্ভোগের দিনে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে প্রথম আলো। গত ১০ থেকে ১৪ জুন ২০২২ পর্যন্ত প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় ৪ লাখ ৭৮ হাজার টাকার ত্রাণসামগ্রী সিলেটের পাঁচ উপজেলার ৪৬৮টি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে আবারও ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি খারাপ হতে শুরু করে। পানিবন্দী লাখ লাখ মানুষের ভোগান্তি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট যেন বেড়েই চলে।

প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ১৫০ শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে শিশু খাদ্যের প্যাকেট। ছবি: গত ২০ জুন ২০২২, সিলেট সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে।

বানভাসি মানুষের পাশে আরও একবার দাঁড়াতে এগিয়ে আসে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। দ্বিতীয় দফায় আরও ৪ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা অনুদান দেয় সিলেটের বন্যাকবলিত মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার জন্য। দ্বিতীয় পর্বে ৬৮০টি পরিবারের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় প্রথম আলো ট্রাস্ট ১ হাজার ১৪৮টি পরিবারের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেয়। কেবল আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড নয়। সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজের সব স্তরের মানুষ। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকাসহ নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রথম আলো ট্রাস্ট ৬ জুলাই পর্যন্ত ৩১ লাখ ৬ হাজার ১১৭ টাকা অনুদান গ্রহণ করেছে। ইতিমধ্যে সিলেটের ৭টি, সুনামগঞ্জের ৪টি, নেত্রকোনার ৪টি উপজেলা ও কুড়িগ্রামের ৫টি ইউনিয়নের পাঁচটি চরে বন্যার্ত মানুষদের মধ্যে ২৮ লাখ ৭৫ হাজার ৫০০ টাকার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া সমাজের সব স্তরের মানুষের সহযোগিতায় ২ হাজার ১৯৫টি পরিবারের কাছে ত্রাণসহায়তা পৌঁছে দেয় প্রথম আলো ট্রাস্ট। ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি আটা, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ এবং ১০০ গ্রাম করে মরিচ ও হলুদের গুঁড়ার প্যাকেট।

গত ২৪ জুন ২০২২, দুপুরে কোম্পানীগঞ্জে বিভিন্ন গ্রামে নৌকায় করে গিয়ে ২০০ জনের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

প্রথম আলো ট্রাস্ট অকৃত্রিমভাবে ধন্যবাদ জানাতে চায় বিভিন্ন দাতা সংস্থাসহ সমাজের সব স্তরের শুভানুধ্যায়ীদের। যাঁরা বিভিন্ন মাধ্যমে অনুদান দিয়ে আমাদের সহায়তা করেছেন। ধন্যবাদ জানাতে চাই বন্ধুসভার বন্ধুদের। যাঁরা অক্লান্ত পরিশ্রম করে অসহায়দের হাতে ত্রাণ তুলে দিয়ে আমাদের কৃতজ্ঞ করেছেন। আপনারা প্রথম আলো ট্রাস্টের পাশে থাকেন বলেই, দেশের প্রতিটি দুর্ভোগে-দুর্যোগে প্রথম আলো ট্রাস্ট মানুষের পাশে দাঁড়াতে পারে। দুর্গত এলাকার মানুষের মুখে একচিলতে হাসি দেখা যায় আপনাদের স্বতঃস্ফূর্ত অনুদানের জন্য। আপনাদের এই সমর্থন আমাদের সাহস দেয়। প্রথম আলো ট্রাস্ট সব সময় মানুষের জন্য। আলো হাতে মানুষের পাশে প্রথম আলো ট্রাস্ট সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। প্রথম আলো ট্রাস্ট চায় দেশের মানুষের মুখের অমলিন হাসিটা ধরে রাখতে।

প্রথম আলো ট্রাস্টের ত্রাণ কার্যক্রমে আপনিও অংশগ্রহণ করতে পারেন। সহযোগিতা করতে চাইলে নিম্নোক্ত ব্যাংক হিসাবে আপনার অনুদান পাঠাতে পারেন।

ব্যাংক হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। এ ছাড়া বিকাশ অ্যাপের ডোনেশনের মাধ্যমেও আপনার সহযোগিতা পাঠাতে পারেন।