প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ
‘পণ্ডিত সত্যপ্রিয় পাঠাগার’ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে
প্রাচীন বৌদ্ধবিহার রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার কক্সবাজার জেলার রামু থানার মেরংলোয়া গ্রামে অবস্থিত। কয়েক বছর আগে এই বিহারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয় পাঠাগারসহ পুরো বিহারটি। ঘটনার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকার প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ধ্বংসস্তূপের ওপর দৃষ্টিনন্দন ১৯টি বিহার নির্মাণ করে দেয়। স্থানীয়ভাবে পাঠাগারের প্রয়োজনীয়তার কথা বলা হলে এগিয়ে আসে প্রথম আলো ট্রাস্ট।
সীমাবিহারের তৃতীয় তলায় গড়ে তোলা হয় একটি পাঠাগার। ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরোর নামে পাঠাগারের নামকরণ করা হয় ‘পণ্ডিত সত্যপ্রিয় পাঠাগার’। সেখানে ৩০ হাজার বই রাখার উপযোগী একাধিক তাক এবং অন্তত ৪০ জন বসে পড়ার মতো টেবিল-চেয়ার যুক্ত করা হয়। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে পাঠাগারে স্থাপন করা হয় চারটি কম্পিউটার।
করোনা মহামারি শুরু হলে পাঠাগারটি বন্ধ ছিল। সম্প্রতি পাঠাগারটি শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে পাঠাগারটি।