প্রথম আলো ট্রাস্টের ২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রথম আলো ট্রাস্ট

প্রথম আলো ট্রাস্টের ২৯তম বোর্ড সভা ১৮ অক্টোবর ২০২৩, বুধবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী।

সভায় ‘আলোর পাঠশালা’ ‘অদম্য মেধাবী তহবিল’, ‘অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি’, ‘মাদককে না বলো’ কর্মসূচিসহ চলমান নানা কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। সভায় মে ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত প্রথম আলো ট্রাস্টের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিশদ আলোচনা হয়। সভার আলোচ্য সূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, ট্রাস্টি—তাজিন আহমেদ, ড. পারভীন হাসান, জাহিদা ইস্পাহানি, আব্দুল কাইয়ুম, আনিসুল হক ও ম্যানেজিং ট্রাস্টি মতিউর রহমান। বোর্ড সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্ট্রের কর্মীবৃন্দ।