প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে বই উপহার
ময়মনসিংহ জেলার পাঁচটি পাঠাগারে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে বই উপহার দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ নগরের চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থিত ধারাপাত বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব বই উপহার দেওয়া হয়েছে।
নির্দিষ্ট পাঠাগারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা ওই বই সংগ্রহ করেন। গতকাল প্রতিটি পাঠাগারে অল্পসংখ্যক বই দেওয়া হয়। পরে ডাকযোগে ওই পাঁচ পাঠাগারে বই পৌঁছে দেওয়া হবে।
বই পাওয়া পাঠাগারগুলো হলো ময়মনসিংহের তারাকান্দার তারাকান্দা গণপাঠাগার, গৌরীপুরের ভুটিয়ারকোনা সাধারণ পাঠাগার, ঈশ্বরগঞ্জের রোকনপুর পাঠাগার, ফুলবাড়িয়ার জাগ্রত আছিম গ্রন্থাগার ও একই উপজেলার ভবানীপুর নামাপাড়া খাতমুন্নাবিয়ানি মহিলা দাখিল মাদ্রাসা পাঠাগার।
প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ের বিজ্ঞাপন সহযোগী সাদিকুল ইসলামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রোকসানা আফরিন, কবি সরকার আজিজ, বিকাশ কর্মকর্তা হীরক দেবনাথ, ময়মনসিংহের নাগরিক সংগঠন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়কারী আবুল কালাম আল আজাদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন।
বই পাওয়ার পর পাঠাগারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান, ভুটিয়ারকোনা সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা এম এ কুদ্দুছ ও রোকনপুর পাঠাগারের প্রতিষ্ঠাতা সুলতানা আফরোজ।
বক্তারা বই পড়ার গুরুত্ব ও পাঠাগারের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। কবি রোকসানা আফরিন বলেন, বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না; কিন্তু এখন তরুণ প্রজন্ম বই পড়ে না। তাদের বইমুখী করতে পাঠাগারকেন্দ্রিক বই দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ।
কবি সরকার আজিজ বলেন, বই পড়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বই পড়ার জন্য বাছাই করাও খুব গুরুত্বপূর্ণ। ভালো ভালো বই পড়তে হবে। মুঠোফোনের জায়গায় আবারও বইকে ফিরিয়ে আনতে হলে আমাদের পাঠাগার আন্দোলন করতে হবে।
এম এ কুদ্দুছ বলেন, প্রথম আলো সব সময় ভালোর সঙ্গে থাকে। গ্রামীণ পাঠাগারগুলোকে বাছাই করে বই দেওয়া তাদের আরও একটি ভালো কাজ।
সুলতানা আফরোজ বলেন, ‘আমরা গ্রামে ছোট্ট একটি পাঠাগার করেছি। সেখানে আমাদের স্কুলের ছেলেমেয়েরা পড়তে যায়। তাদের বলেছি, প্রতিদিন অন্তত এক ঘণ্টা পাঠাগারে থাকতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিকাশ কর্মকর্তা হীরক দেবনাথ বলেন, পাঠাগারে বই উপহার দেওয়ার মতো একটি কাজে যুক্ত হতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা ভবিষ্যতেও এ ধরনের কাজে যুক্ত থাকতে চেষ্টা করব।