মা আমার সবকিছুর অনুপ্রেরণা

নাটোরের অদম্য মেধাবী সরল শেখ বরিশাল সিটি করপোরেশনে সহকারী প্রকৌশলী পদে চাকরি করছেন। তিনি নানা প্রতিকূলতা অতিক্রম করেছেন, সফলও হয়েছেন। পড়াশোনা করেছেন ’ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল’ থেকে শিক্ষাবৃত্তি নিয়ে।

সরল শেখ বলেন, ’অনেক চড়াই উতরাই পেরিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলাম। তারপরই আমাকে খুঁজে নিল ’ব্র্যাক ব্যাংক-প্রথম আলো অদম্য মেধাবী তহবিল’। বৃত্তি নিয়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পড়াশোনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ-৫ পেলাম। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে রাজশাহী শহরের একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম। মাত্র ৭টা বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম নিয়েছিলাম। তার মধ্যে ৪টা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ছিল। কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তিও হয়েছিলাম। সবশেষে রুয়েট থেকেই আমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করলাম। সবকিছুর পেছনে সব সময় অনুপ্রেরণা ছিলেন আমার মমতাময়ী মা।

উল্লেখ্য সরল শেখ ২০০৮ সালে বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পান। লালপুর ডিগ্রি কলেজ থেকে ২০১০ সালে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পান সরল শেখ । রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগে পাস করেন । তিনি ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল’ থেকে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন।