বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন শোভা রানী

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত শোভা রানী।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত শোভা রানী বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা শোভা রানী। প্রথম আলো ট্রাস্টের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে শোভাই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তির সুযোগ করে নিয়েছেন। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে তিনি এইচএসসি পর্যায়ে পড়াশোনা করেছেন।

অনেক অনিশ্চয়তা ও প্রতিকূলতা অতিক্রম করে এসেছেন। অনেকবার ভেঙে পড়েছিলেন। তবু পড়াশোনা চালিয়ে গেছেন। হাল ছাড়েননি। ধৈর্য তাঁর মূল শক্তি ছিল।

এইচএসসিতেও কৃতিত্ব ধরে রাখার জন্য প্রথম আলো ট্রাস্ট থেকে তাঁকে স্নাতক পর্যায়ে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত করা হয়। বৃত্তি সহায়তা পেয়ে নিশ্চিন্তে ভর্তি প্রস্তুতি নেন শোভা। পরে গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার বুয়েটের প্রকাশিত ফলাফলে মেধাতালিকায় ৭২২তম হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পান তিনি।

অনেক অনিশ্চয়তা ও প্রতিকূলতা অতিক্রম করে এসেছেন। অনেকবার ভেঙে পড়েছিলেন। তবু পড়াশোনা চালিয়ে গেছেন। হাল ছাড়েননি। ধৈর্য তাঁর মূল শক্তি ছিল।

বুয়েট ছাড়াও তিনি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ৮৮৬তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সি ইউনিট তৃতীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ১০৯তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ১৯তম, এইচ ইউনিট ১৯তম এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষায় ৩৬৫ তম হন শোভা।