বিবিএতে প্রথম শ্রেণি পেয়েছেন জোবাইর

অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত মো. জোবাইর।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত মো. জোবাইর স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে পাস করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক (বিবিএ) পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। প্রথম আলো ট্রাস্টের আর্থিক সহায়তায় এইচএসসি ও বিবিএ সম্পন্ন করেছেন তিনি।

মো. জোবাইর বলেন, ‘আমার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পানছড়ি পাড়ায়।জীবনে অনেক প্রকিকূলতার মধ্যদিয়ে গেছি। তারপরও নিজের ইচ্ছা ও কঠোর পরিশ্রমের মধ্যদিয়ে প্রতিটি পরীক্ষায় সফল হয়েছি। স্নাতকেও ফার্স্ট ক্লাস পেয়েছি। সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মা-বাবা,ভাইদের এবং বন্ধুদের প্রতি। আমার এই সফলতার পেছনে ব্র্যাক ব্যাংক -প্রথম আলো ট্রাস্ট শিক্ষাবৃত্তির অবদান অনেক। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানাই। সবার প্রতি আমার অজস্র ভালোবাসা থাকবে আজীবন।’

এসএসসি পাসের পর ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। এসএসসি ও এইচএসসি দুটো পরীক্ষায় জিপিএ-৫ পান। ভর্তি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ বিভাগে ভর্তির সুযোগ পান। এইচএসসি পর্যায়ের ফলাফল বিবেচনায় তাঁকে স্নাতক পর্যায়েও শিক্ষাবৃত্তি প্রদান করা হয় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে। পরে ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক (বিবিএ) পরীক্ষায় সিজিপিএ-৩.১৯ পেয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। বর্তমানে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায় তিনি। কথা বলে জানা যায়, ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহন করবেন তিনি। বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেওয়ার আশা তাঁর।