চিকিৎসক হয়ে মানুষের সেবা করছি: গোপাল বাছাড়

অদম্য মেধাবী গোপাল বাছাড়।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় সফলতা অর্জনকারী এক অদম্য মেধাবী গোপাল বাছাড়। তিনি খুলনার গাজী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন । বর্তমানে গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্থায়ী পদে কর্মরত।

গোপাল বাছাড়ের বাড়ি খুলনার কয়রাতে। দুই ভাইয়ের মধ্যে গোপাল বড়। বাবার রোজগারে সংসার চলত না। অনেক কষ্টে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। তবুও থেমে যাননি। নিরলসভাবে পড়াশোনা করে গেছেন। এভাবে কঠোর পরিশ্রম করে ২০১০ সালে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পান। পরে প্রথম আলোর স্থানিয় প্রতিনিধির মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করেন প্রথম আলো ট্রাস্টে। তাঁর পারিবারিক অবস্থা ও অদম্য মেধাকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তির জন্য অন্তর্ভুক্ত করা হলে নিয়মিত ক্লাস ও পড়াশোনা করেন।

এই বৃত্তিই তাঁকে পড়াশোনায় মনোস্থির করতে সহায়তা করে। যার ফল দেখা গেল উচ্চমাধ্যমিকের ফলাফলে। তিনি এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেলেন। তাঁর ভালো ফলাফলে উচ্চতর শিক্ষার জন্যও বৃত্তি অব্যাহত রাখে এই তহবিল।

এবার পালা ভর্তি পরীক্ষার। পরীক্ষা দিয়ে মেডিকেলে ও খুলনা বিশ্ববিদ্যালয়ে অপেক্ষামান তালিকায় থাকেন। পরে দরিদ্র মেধাকোটায় খুলনাতে বেসরকারী মেডিকেল গাজী মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তির সুযোগ পান। এখন পুরোদস্তুর চিকিৎসক হয়ে শুরু করেছেন মানুষের সেবা।

গোপাল বাছাড় জানান, ’ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের বৃত্তির টাকায় পড়াশোনা করেছি। চিকিৎসক হয়ে মানুষের সেবা করছি । চাকরির চেষ্টার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নিচ্ছি।’