ই-লার্নিং নিয়ে অদম্য মেধাবী শিক্ষার্থীদের পাশে ঘুড়ি লার্নিং

প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবীদের বিনা মূল্যে অনলাইনে ড্যাশবোর্ড ভিত্তিক ইংরেজি শিক্ষার সুযোগ করে দিচ্ছে ঘুড়ি লার্নিং। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঘুড়ি লার্নিংয়ের সহযোগিতায় ই-লার্নিং ওয়েবসাইটের মাধ্যমে বিবিসি জানালার ইংরেজি শিক্ষার কোর্সগুলো করবেন এই অদম্য মেধাবীরা।

আজ প্রথম ব্যাচের ৫৩জনকে নিয়ে শুরু হচ্ছে এই আয়োজন। এরপর সেপ্টেম্বর মাসে শুরু হবে ৫০জনকে নিয়ে এই কার্যক্রমের দ্বিতীয় ব্যাচ। শিক্ষার্থীদের আগ্রহের ওপর ভিত্তি করে চলমান থাকবে এই কোর্স।

বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জন্য ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ তৈরি করে দিতে শুরু হয় বিবিসি জানালার যাত্রা। সহজলভ্য এবং সাশ্রয়ী ইংরেজি শিক্ষা সবার কাছে পৌঁছে দিতে ২০১৯ থেকে বিবিসি ঘুড়ি লার্নিংয়ের মাদার কোম্পানি ডটলাইন্স লিমিটেডকে বিবিসি জানালার লাইসেন্স প্রদান করে। ই-লার্নিং ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই বিবিসি জানালার কোর্সগুলো সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে ঘুড়ি লার্নি। এই অনন্য পরিষেবা নিয়ে ডটলাইন্সের প্রধান পরিচালন কর্মকর্তা জামান মোঃ বাহাদুর খান বলেন, ‘আমাদের সমাধানগুলির মধ্যে আপনি সেইগুলি খুঁজে পাবেন যা গ্রামীণ অঞ্চলগুলিকে প্রযুক্তির সাথে সংযুক্ত করে, এবং মানুষের জীবনকে উন্নত করে। আর বিবিসি জানালার সঙ্গে চুক্তিবদ্ধ ঘুড়ি লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ সহজেই ইংরেজি শিখে তাদের জীবনকে উন্নত করতে সক্ষম হবে।’

প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারি মাহবুবা সুলতানা বলেন, ‘প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি কার্যক্রমের নাম অদম্য মেধাবী তহবিল। দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের এই তহবিল থেকে শিক্ষাবৃত্তির দেওয়া হয়। এই সকল শিক্ষার্থীদের কাছে বিবিসি জানালার ইংরেজি কোর্সগুলো পৌঁছে দেবে ঘুড়ি লার্নিং। আমি আশা করি এই কোর্সগুলো আমাদের অদম্য মেধাবীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ ক্ষেত্রে ডটলাইন্সের ডিজিটাল সার্ভিসেস টিমের হেড সৈয়দ কামরুল আরেফিন জিহাদ বলেন, বিবিসি জানালা প্রজেক্টির প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে ইংরেজি শিক্ষাকে সহজলভ্য করে তোলা। আর এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য প্রথম আলো ট্রাস্টের সঙ্গে ঘুড়ি লার্নিংয়ের এই কার্যক্রমটি অনন্য ভূমিকা পালন করবে।’

ডটলাইন্স ঘুড়ি লার্নিংকে একটি বিশ্বস্ত এবং সহজলভ্য শিক্ষা প্রদানকারী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ঘুড়ি লার্নিংয়ের মাধ্যমে ১০ লাখ মানুষকে ইংরেজি ভাষা শিক্ষায় পারদর্শী করে তোলা।