প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী শিক্ষার্থীদের বিনা মূল্যে অনলাইন ভিত্তিক ইংরেজি শিক্ষার সুযোগ করে দিয়েছে ঘুড়ি লার্নিং। ২০২১ সালের ৩ আগস্ট প্রথম ব্যাচে ৫৩ জন অদম্য মেধাবীদের নিয়ে বিনা মূল্যে তিনটি কোর্স শুরু করা হয় । পরে সেপ্টেম্বর মাসে শুরু হয় আরও ৫০ জন নিয়ে দ্বিতীয় ব্যাচ। দুই ব্যাচ মিলে মোট ১০৩ জন অদম্য মেধাবী এই কোর্সে অংশগ্রহণ করেন।
মোট ১০৩ জনের ২৪ জন তিনটি কোর্স শতভাগ সম্পন্ন করেছেন। কোর্স তিনটির ৫০-৮০ শতাংশ শেষ করেছেন ৩ জন, ২৫-৫০ শতাংশ শেষ করেছেন ৫ জন, ১-২৫ শতাংশ শেষ করেন ২৫ জন এবং ৪৬ জন কোর্সটি শুরুই করেননি। রিপোর্ট চার্ট থেকে দেখা যায়, যে ৪৬ জন কোর্সটি শুরু করেননি তাদের প্রায় ৭০ শতাংশ এইচএসসি পরীক্ষার্থী ও স্নাতক ভর্তি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার প্রস্তুতির জন্য তারা অংশগ্রহণ করতে পারেননি।
কোর্সটি কেমন লেগেছে, কী উপকার হলো, ইত্যাদি বিষয়ে অনেকের সঙ্গে আলাপ করে তাদের অভিজ্ঞতা জানা গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অদম্য মেধাবী ইউসুফ আলী বলেন, ‘ইংরেজি আমাদের দ্বিতীয় ভাষা হওয়ায় স্বভাবতই আমাদের মাঝে ইংরেজি ভীতি প্রকট। কিন্তু এই কঠিন বিষয়টিকেই আমাদের কাছে সহজ করে দিয়েছে বিবিসি জানালা-ঘুড়ি লার্নিং ইংরেজি কোর্স। বিভিন্ন পরিস্থিতিতে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কীভাবে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলা যায় তা অত্যন্ত অল্প সময়ে বিবিসি জানালা-ঘুড়ি লার্নিং ইংরেজি কোর্স করে শিখতে পেরেছি। যা আমাকে ইংরেজি ভাষায় আরও বেশি দক্ষ করতে সহায়ক হয়েছে। ধন্যবাদ বিবিসি জানালা-ঘুড়ি লার্নিং ইংরেজি কোর্সের পরিচালনা পর্ষদকে, সেই সঙ্গে অশেষ কৃতজ্ঞতা প্রথম আলো এবং এর সঙ্গে সম্পৃক্তদের প্রতি, যারা এমন একটি কার্যকরী সুযোগ তৈরি করে দিয়েছেন।’
এ দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সোনালী আক্তার মুন্নি অনুভূতি প্রকাশ করলেন এভাবে,‘বিবিসি জানালা-ঘুড়ি লার্নিং কোর্সের মাধ্যমে ধাপে ধাপে খুব সহজে ইংরেজি শিখতে পারছি। এই কোর্সের মাধ্যমে আমরা শিখতে পেরেছি কীভাবে নিজের পরিচয় কারও কাছে তুলে ধরতে হয় এবং কারও সঙ্গে কীভাবে একটা টপিক নিয়ে সহজে আলোচনা করা যায়। এই কোর্সে ৩টা ধাপ আছে, যার মাধ্যমে প্রথমে সহজ বিষয়গুলো এবং পরে ধাপে ধাপে কঠিন বিষয়গুলো শেখানো হয়। এর মাধ্যমে আমি নেটিভদের মতো করে কথা বলা শিখতে পেরেছি। আমরা যারা ইংরেজি কম পারি তাদের জন্য এটি সত্যি খুবই হেল্পফুল।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মো. রাইসুল ইসলাম জানালেন, বিবিসি জানালা-ঘুড়ি লার্নিং কোর্স করে আমি ইংলিশের অনেক বেসিক তথ্য, শব্দ, গ্রামার শিখেছি। এখানে খুব সহজে ও আনন্দ সহকারে শেখানো হয়। প্রথমে ছোট ছোট বাক্যে প্র্যাকটিস করে, পরে বড় বাক্য কীভাবে গঠন করা যায় তা শিখেছি। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব ইংরেজি শব্দ এখানে আছে। একজন ব্যক্তি যদি মনযোগ দিয়ে এই কোর্স করে, সে ইংলিশে কনভারসেশন করতে পারবে। আমি এ রকম একটা সুযোগ পেয়ে আনন্দিত। আমাকে উক্ত কোর্স করার সুযোগ প্রদান করায় প্রথম আলো ট্রাস্ট কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।’
অভিজ্ঞতা শেয়ার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমিনুল হক মাখন। মাখন জানান, ‘বিবিসি-ঘুড়ি লার্নিং ইংরেজি ভাষা শিক্ষার কোর্সটি ইংরেজি দক্ষতা ও কমিউনিকেশন দক্ষতা উন্নয়নের এক চমৎকার প্লাটফর্ম। আমি মনে করি ইংরেজি ভাষায় শিক্ষার যে জুজু আমাদের দেশে ভয়াবহ তা নিরসনে এটি অগ্রগণ্য ভূমিকা পালন করছে। আর আমি উপকৃত হয়েছি বিশেষ করে তৃতীয় কোর্সটি করে, যা আমার কর্মজীবনে ভূমিকা রাখবে।’
সরকারি পিসি কলেজে অধ্যয়নরত শারমিন সুলতানা অনুভূতি প্রকাশ করেন এভাবে, ‘বিবিসি জানালা কোর্সটি আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। এখান থেকে ইংরেজির টুকিটাকি অনেক শিখেছি যা আমি অনেক দিন ধরে খুজছিলাম। আমার ইংরেজি জ্ঞানকে আরও শানিত করেছে। এ ধরনের আয়োজনের জন্য অনেক ধন্যবাদ।’
প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি কার্যক্রম অদম্য মেধাবী তহবিল। দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের এই তহবিল থেকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়। এই সকল শিক্ষার্থীদের কাছে বিবিসি জানালার ইংরেজি কোর্সগুলো পৌঁছে দিল ঘুড়ি লার্নিং। এ জন্য ঘুড়ি লার্নিং-কে কৃতজ্ঞতা জানাই। আশা করি আগামীতে আরও নতুন কিছু নিয়ে আমরা আবার যুক্ত হতে পারব।
এ উপলক্ষ্যে ডটলাইন্সের ডিজিটাল সার্ভিসেস টিমের হেড সৈয়দ কামরুল আরেফিন জিহাদ বলেন, ‘বিবিসি জানালা প্রজেক্টটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে ইংরেজি শিক্ষাকে সহজলভ্য করে তোলা। আর এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য প্রথম আলো ট্রাস্টের সাথে ঘুড়ি লার্নিং এর এই কার্যক্রমটি অনন্য ভূমিকা পালন করবে।’