অদম্য মেধাবী সত্যজিৎ চাকরি করছেন

অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত সত্যজিৎ চন্দ্র রায়।

ব্র্যাক ব্যাংক -প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত সত্যজিৎ চন্দ্র রায় চাকরি করছেন। তিনি নৌপরিবহন অধিদপ্তর সহকারী পরিচালক অপারেশন পদে কর্মরত।

সত্যজিৎ চন্দ্র রায় বলেন, ‘দিনাজপুরের নুরুল হুদা উচ্চবিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি। মুড়ির ব্যবসা করতেন বাবা। এই ব্যবসা করে আমাদের তিন ভাইকে পড়ালেখা করানো তো সহজ ছিল না। ভালো কিছু খাওয়ার আবদার আমরা কোনো দিন করিনি। ছিল না ভালো জামাকাপড়। একটা শার্ট, একটা প্যান্ট—এই দিয়ে চলত। ভাঙা সাইকেল ছিল একটা । সেই ভাঙা সাইকেল চালিয়ে সাত কিলোমিটার দূরের স্কুলে যেতাম। কখনো সাইকেলেরচাকা ঘুরত না, চেইন ছিঁড়ে যেত । মনে হতো, আমার পড়ালেখার চাকাও বুঝি থেমে গেল।’

তিনি আরও বলেন, ‘উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেলাম। তখন দুশ্চিন্তা অনেকটা দূর হয়েছিল। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল নিয়ে পড়েছি। এখন নৌপরিবহন অধিদপ্তরে চাকরি করছি। পরিবারের পাশে দাঁড়িয়েছি, এতেই আমার আনন্দ।’