কথা রেখেছেন অদম্য মেধাবী জুলেখা

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী জুলেখা রেজওয়ানা।

চারপাশে যখন নেতিবাচক খবরের ছড়াছড়ি তখনই খবর এলো অদম্য মেধাবী জুলেখা রেজওয়ানা এমবিবিএস ভর্তি পরীক্ষায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ২৬৪২। এসএসসি পাসের পর যখন ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পান তখন জুলেখা বলেছিলেন, ‘যে করেই হোক আমি ডাক্তার হব।’ জুলেখা তাঁর কথা রেখেছেন । সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় চিকিৎসক হওয়ার পথ তাঁর জন্য সুগম হলো। এই পথকে আরও সহজ করতে আগামী ৫ বছর ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

অদম্য ইচ্ছার জোরে স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়েছেন রংপুরের জুলেখা রেজওয়ানা । রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আরাজি দিলালপুর দেবোত্তরপাড়া গ্রামে তার বাড়ি। বাবা জহুরুল ইসলাম স্থানীয় লালদিঘীবাজারে বৈদ্যুতিক সরঞ্জামাদি ভাড়ার ছোট্ট ব্যবসা করেন। মা আখতারা বেগম গৃহিনী। জুলেখার দুই ভাই রয়েছে। তাঁদের নিজস্ব কোন আবাদি জমি নেই। ১৪ কাঠা জমি প্রতিবেশী এক ব্যক্তির কাছে ঠিকা নিয়ে ধান চাষ করেন।

জুলেখা রেজওয়ানা পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। ২০১৯সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পান। সার্বিক বিবেচনা করে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত হন। ২০২১ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পান।