প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ট্রাস্ট-প্রথম আলো ট্রাস্ট মেডিকেল শিক্ষাবৃত্তি পাওয়া মো. মাহবুব আলম সম্প্রতি প্রকাশিত এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে। এখনো দুটি প্রফেশনাল পরীক্ষা বাকি আছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হরিপুর গ্রামের দরিদ্র পরিবারের ছেলে মো. মাহবুব আলম। ছোট থেকেই দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে এগিয়েছেন। বাধা অতিক্রম করে হয়েছেন সফল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করে ২০২১-২২ সেশন শেখ হাসিনা মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তির সুযোগ করে নেন।
মাহবুব আলমের বাবা মো. হযরত আলী সামান্য চায়ের দোকান করে সংসার চালান। আর গৃহিণী মা হেপাটিক মেটাস্ট্যাসিসসহ পিত্তথলির ক্যানসারে আক্রান্ত হয়ে ১৮ মার্চ, ২০২৩ তারিখে মৃত্যুবরণ করেন। মাহবুবেরা দুই ভাই, এক বোন। তিনি পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য। বড় ভাই একজন সিএনজি ড্রাইভার। বড় ভাই তার নিজের সংসার নিয়ে আলাদা থাকেন। আর বোনের পড়াশোনার খরচ চালাতে না পেরে দশম শ্রেণিতে থাকা অবস্থায় বোনকে বিয়ে দেওয়া হয়েছে।
মাহবুব আলম বলেন, আমি দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে আজকের এই পর্যায়ে এসেছি। এখন একটাই স্বপ্ন—একজন ভালো চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলব। অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। মানুষের পাশে দাঁড়াব। প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ট্রাস্ট ও প্রথম আলো ট্রাস্ট আমার পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনা শিক্ষাবৃত্তি প্রদান করেছে এ জন্য আমি চির কৃতজ্ঞ।
উল্লেখ্য, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ট্রাস্ট’ এর সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় ২০২৩ সাল থেকে মেডিকেল কলেজে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এই শিক্ষাবৃত্তির আওতায় প্রথম ব্যাচের শিক্ষার্থী হলেন মো. মাহবুব আলম।