অদম্য মফিজার রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

অদম্য মেধাবী মফিজার রহমান।

রংপুরের তরাগঞ্জ উপজেলার কিসামত মেনানগর গ্রামের মফিজার রহমান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন উচ্চশিক্ষা গ্রহন করে জীবনকে আলোকিত করবেন। কিন্তু পরিবারের অর্থ সঙ্কট তার স্বপপূরনের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। মফিজারের বাবা আমিনুর রহমান পেশায় ছিলেন রিক্সাচালক। কিন্তু ২০২১ সালে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে  রিক্সা চালানো ছেড়ে গ্রামেই দিন মজুরি করছেন । কিন্তু প্রতিদিন কাজ না পাওয়ায় আমিনুর রহমানের পক্ষে সংসারের ব্যায় নির্বাহ প্রায়ই সম্ভব হয় না। পরিবারের নিদারুন অর্থ সঙ্কটের মধ্যেও মফিজার পড়লেখা বন্ধ করেননি। খেয়ে না খেয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া মফিজার ভালো ফলফল করে বর্তমানে চট্টগ্রাম বিশ্বিদ্যালয়ে পেয়েছেন ভর্তির সুযোগ।     

কথা প্রসঙ্গে মফিজার রহমান বলেন, ‘২০২১ সালের এসএসসি পরীক্ষায় ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ–৫ পাওয়ার পরও আমার কলেজে ভর্তি অনিশ্চিত ছিল। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়ালেখার জন্য ‘ব্র্যাক ব্যাংক– প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি’ পাই। এই বৃত্তি না পেলে আমি উচ্চশিক্ষার পথ থেকে বিচ্যুত হতাম।’

 উচ্চ মাধ্যমিক পর্যায়েও মফিজার ভালো ফলের ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় রংপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মেধাতালিকায় মফিজার রহমানের অবস্থান ২০৪তম। উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন তিনি।  

উল্লেখ্য, মফিজার রহমানের স্বপ্নপূরণের পথে আবারও পাশে দাঁড়িয়েছে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’। তিনি স্নাতক পর্যায়েও এই শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন।