শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা চালিয়ে ২০১৭ সালে ডিপ্লোমা পাস করে চাকরি শুরু করেন রানার অটোমোবাইলে। বর্তমানে চাকরি করছেনর যশোরের নড়াইল রোডস্থ উত্তরা মটরস লিমিটেডে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে। ইমান আলী চাকরি পেয়ে পুরো সংসারে দায়িত্ব নিয়েছেন। এখন আর বাবাকে দিনমজুরি করতে হয় না।