ইমান আলীর বাবাকে আর দিনমজুরি করতে হয় না

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিলের শিক্ষাবৃত্তি প্রাপ্ত মো. ইমান আলী।

জামালপুরে ইসলামপুর উপজেলার মুরাদাবাদ গ্রামের দরিদ্র পরিবারের ছেলে মো. ইমান আলী। পাঁচ ভাইয়ের মধ্যে ইমান আলী সবার ছোট। অভাব-অনটনের সংসারে বড় চার ভাইয়ের কারওই পড়াশোনা করা সম্ভব হয়নি। কেউ পোশাককারখানায় , কেউ রিকশা চালিয়ে যার যার সংসার চালান। বাবা দিনমজুরি করে সংসার চালান।

এদিকে, ছোটকালে রাখালের কাজ করতেন ইমান আলী। ছোট থেকেই পড়াশোনার ঝোঁক ছিল প্রচণ্ড। কিন্তু পারিবারিক অস্বচ্ছতার কারণে বাধা পেতে হয়েছে পদে পদে। কিন্তু কোন বাধাই তাকে আটকাতে পারেনি। অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে গেছেন। ২০১২ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর প্রথমে আলোতে প্রতিবেদন ছাপা হয়। নির্বাচিত হন ব্র্যাক ব্যাংক-প্রথম আলো অদম্য মেধাবী হিসেবে। ভর্তি হন তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে অটোমোবাইল টেকনোলজি বিভাগে।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিলের শিক্ষাবৃত্তি প্রাপ্ত মো. ইমান আলী।

শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা চালিয়ে ২০১৭ সালে ডিপ্লোমা পাস করে চাকরি শুরু করেন রানার অটোমোবাইলে। বর্তমানে চাকরি করছেনর যশোরের নড়াইল রোডস্থ উত্তরা মটরস লিমিটেডে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে। ইমান আলী চাকরি পেয়ে পুরো সংসারে দায়িত্ব নিয়েছেন। এখন আর বাবাকে দিনমজুরি করতে হয় না।