ছোট বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান অদম্য মেধাবী শাহারিয়ার সোহান
ঝিনাইদহের পরমানন্দপুর গ্রামের অদম্য মেধাবী শাহারিয়ার সোহান। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন সুশিক্ষায় শিক্ষিত হবেন। পরিবারের দায়িত্ব নেবন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতা তার শিক্ষাজীবনকে বার বার বাধাগ্রস্ত করেছে। বাবা,মিলন মন্ডল কৃষিকাজ করে সংসার চালান। তার নিজের কোন জমি নেই। অন্যের জমিতে বাড়ি করে দিনাতিপাত করছেন। অভাবী বাবার মুখে সম্প্রতি হাসি ফুটিয়েছেন শাহারিয়ার। তিনি সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।
এ প্রসঙ্গে শাহারিয়ার সোহান বলেন, ‘দারিদ্রের কারনে আমার ছোটবোন সোনালি খাতুনের পড়ালেখা হয়নি। সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় ২০১৯ সালে তার বিয়ে হয়ে যায়। আমার আর একটি ছোট বোন রয়েছে। আমি স্বপ্ন দেখি পড়াশোনা শেষ করে (বিসিএস প্রশাসন) চাকরি করব। ছোট বোনকে উচ্চশিক্ষিত করব। পরিবারের দায়িত্ব নেব।
শাহারিয়ার সোহান ঝিনাইদহের কে কে পি বি মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়ে এসএসসি(২০২১) পরীক্ষায় উত্তীর্ণ হন। ভালো ফলাফল বিবেচনায় শাহারিয়ারকে ‘ব্র্যাক ব্যাংক–প্রথম আলো ট্রাস্ট’ অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ঝিনাইদহের সরকারি কেশবচন্দ্র কলেজ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষাতেও জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হন শাহারিয়ার।
উল্লেখ্য, শাহারিয়ার সোহানের স্বপ্নপূরণের পথে আবারও পাশে দাঁড়িয়েছে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’ অদম্য মেধাবী তহবিল। তিনি স্নাতক পর্যায়েও এই শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন।