অনুভূতি প্রকাশ
মা— শব্দটাই যেন মমতায় ভরা
আজ বিশ্ব মা দিবস। বিশ্বের প্রতিটি মাকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রকাশের দিন আজ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে সূচনা হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই দিবসটি পালিত হয় নানা আয়োজনে। আজ মা দিবসে মাকে নিয়ে লিখেছেন প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পাওয়া খাইরুম ইসলাম। খাইরুম ইসলাম বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। পড়ুন মাকে নিয়ে তাঁর অনুভূতির প্রকাশ।
আমার মায়ের নাম শিরিন আক্তার (পিয়া)। আমার বাবা মারা যান ২০০৭ সালে। বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি। মা-বাবা দুজনের ভালোবাসা দিয়ে বড় করেছেন। মা ছিলেন শিক্ষক। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় শিক্ষকতা ছেড়ে দেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় কোনো কাজ করতে পারেন না। তারপরও টিউশনি, চাকরি করে ঘরের সব কাজ করেও আমার লেখাপড়া সবকিছু খেয়াল রেখেছেন। আমকে সময় দিয়ে আমকে বোঝার চেষ্টা করেছেন। আমার মা আমার সব থেকে কাছের বন্ধু, যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়।
জীবনের সঙ্গে যুদ্ধ করে আমকে বড় করেছেন আমার মা। আমি তার কাছে চির কৃতজ্ঞ। আমি দিন শেষে বাসায় ফিরে যখন মায়ের মুখ দেখি, সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন মায়ের মুখ দেখে বের হই, একটা শান্তি কাজ করে মনের মধ্যে। ঘরে ফেরার টান থাকে মনের মধ্যে। আজ আমার মা আছে বলে আমি আছি, মা না থাকলে আমার কোন অস্তিত্ব থাকবে না। আজ আমি যত কিছু হয়েছি শুধু মাত্র আমার মায়ের অবদান।
আমি আমার মাকে আজ বলতে চাই যে, আম্মু তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে বোঝার জন্য, মন খারাপ হলে সান্ত্বনা দেওয়ার জন্য, অসুস্থ হলে আমার দেখাশোনা করার জন্য, সকল উদ্যোগে আমাকে সাহস দেওয়ার জন্য। এই দুনিয়ায় আমার বলতে যদি কেউ থাকে সে শুধু তুমি। আজ এই মা দিবসে তোমাকে জানাই মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমার জন্য তুমি সেরা মা। তোমার ওপরে আর কেউ নেই আমার জন্য। দোয়া করো যেন তোমাকে সব সুখ এনে দিতে পারি, তোমার মুখে হাসি ফুটিয়ে রাখতে পারি। হ্যাপি মাদার’স ডে আম্মু।