সার্জারি বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে চান অদম্য রিফাত ইসলাম

অদম্য মেধাবী রিফাত ইসলাম।

স্বপ্ন পূরণের পথে ভালোভাবেই এগিয়ে চলেছেন অদম্য মেধাবী রিফাত ইসলাম। আর্থিক সঙ্কটের কারনে রিফাতের শিক্ষাজীবন বারবার সঙ্কটের মুখে পড়েছে। কিন্তু অদম্য মনোভাব ও কঠোর পরিশ্রমের কারণে সব প্রতিকূলতাকে সাঙ্গ করে বর্তমানে কুমিল্লা মেডিকেলে কলেজে অধ্যায়ন করছেন তিনি।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী রিফাত ইসলাম ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হন। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসিন্দা রিফাতের বাবা আমিন ইসলাম  পেশায় একজন মুদি দোকানদার। তাঁর স্বল্প আয়ে পরিবারের অভাব দূর হয়না।  এসএসসিতে ভালো ফল করার পরও রিফাতের উচ্চ শিক্ষার পথ বন্ধ হওয়ার জোগাড়। এসময় ‘ব্র্যাক ব্যাংক– প্রথম আলো ট্রাস্ট’ অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পায় সে। রিফাত এই বৃত্তির টাকা দিয়েই  উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ চালিয়েছেন। বৃত্তির কিছু টাকা জমিয়ে রেখেছিল রিফাত ইসলাম। ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ–উত্তীর্ণ হন তিনি। এর পর ভর্তি পরীক্ষার বাধা পেরিয়ে বর্তমানে কুমিল্লা মেডিকেলে কলেজে তৃতীয় বর্ষে অধ্যায়ন করছেন তিনি।

কথা প্রসঙ্গে রিফাত ইসলাম বলেন, ‘কলেজ পর্যায়ে ‘ব্র্যাক ব্যাংক– প্রথম আলো ট্রাস্ট’ অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি না পেলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। বৃত্তির জমানো টাকায় ভর্তি পরীক্ষার ফরম কিনেছি। ভবিষ্যতে সার্জারি বিষয়ে উচ্চতর পড়াশোনা করে মানুষের পাশে দাঁড়াতে চাই ।

উল্লেখ্য, রিফাত ইসলামের স্বপ্নপূরণের পথে আবারও পাশে দাঁড়িয়েছে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’। তিনি স্নাতক পর্যায়েও এই শিক্ষাবৃত্তি নিয়মিত পাচ্ছেন।