নিয়মিত পড়াশোনা করলে ইঞ্জিনিয়ারিং ভর্তি সহজ হয়

নাটোরের অদম্য মেধাবী সরল শেখ।

নাটোরের অদম্য মেধাবী সরল শেখ সাহস নিয়ে প্রতিকূলতা অতিক্রম করেছেন, সফলও হয়েছেন। বরিশাল সিটি করপোরেশনে সহকারী প্রকৌশলী পদে চাকরি করছেন। তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন।

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে নতুনদের উদ্দেশ্যে সরল শেখ বলেন, 'বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ, রসায়ন, গণিত আর ইংরেজি এই ৪বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ৪টা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এই চারটা বিষয়কে খুব গুরুত্ব দেয়। অবশ্য বুয়েট এখন বাংলা বিষয়টাও গুরুত্ব দিচ্ছে। লিখিত ও নৈর্ব্যক্তিক দুই ধরনের প্রশ্নই আসে। তবে কোভিড-১৯ দুর্যোগের এই সময়ে বুয়েট বাদে বাকি ৩টা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে নৈর্ব্যক্তিক প্রশ্ন করবে। বুয়েট যথারীতি আগের মতো পরীক্ষা নিবে। করোনাকালীন পড়াশোনা ভালোভাবে হয়নি তারপরও বলব, সামনে যে সময়টুকু পাও পুরোটা কাজে লাগাও। আমি মনে করি ২ থেকে ৩ মাস প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা পড়াশোনা তোমাকে ইঞ্জিনিয়ার বানাতে সহায়ক।'

সরল শেখ আরও বলেন, ’মানবিক বা বাণিজ্য শাখার জন্য বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান বিষয়ক নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়। এখানে মূলত ইংরেজিতে ভালো করতে হয়। ইংরেজিতে ৪০% থেকে ৫০% নম্বর পেলে মোটামুটি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স সহজ হয়। খুব কঠিন সময় পার করছি আমরা পুরো পৃথিবী বাসী বিশেষ করে ছাত্র-ছাত্রীরা ২ বছর ঘরবন্দী। তারপরও হতাশ না হয়ে পরিবারের প্রতি খেয়াল রেখে ধৈর্যসহ আগাতে হবে। জাতি বিনির্মাণে তোমাদের তরুণদের খুব প্রয়োজন ‘

উল্লেখ্য সরল শেখ ২০০৮ সালে বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পান। লালপুর ডিগ্রি কলেজ থেকে ২০১০ সালে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পান সরল শেখ । রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগে পাশ করেন । তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন।