নারী শিক্ষা ও ক্ষমতায়নে এক সঙ্গে কাজ করবে এমটিবি ফাউন্ডেশন ও প্রথম আলো ট্রাস্ট
আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ এর ‘নারীর জন্য বিনিয়োগ, গতি পাবে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক সঙ্গে কাজ করবে এমটিবি ফাউন্ডেশন ও প্রথম আলো ট্রাস্ট। নারী শিক্ষা ও ক্ষমতায়নে প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রকল্পে সহায়তা প্রদান করবে এমটিবি ফাউন্ডেশন। এ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন ও প্রথম আলো ট্রাস্টের মধ্যে দুই বছর মেয়াদি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ৪ মার্চ ২০২৪ তারিখে সকাল ১১টায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির করপোরেট হেড অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এমটিবি ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী ও প্রথম আলো ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী। ‘এমটিবি ফাউন্ডেশন-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী বৃত্তি’ শীর্ষক প্রকল্পের আওতায় অসচ্ছল মেধাবী ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম, ডিভিশনাল হেড, গ্রুপ হিউম্যান রিসোর্স ডিভিশন মাসুদ মুশফিক জামান, হেড অব গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স, শাফায়াত উল্লাহ, ডিভিশনাল হেড (হোলসেল ব্যাংকিং ডিভিশন) মো. মামুন ফারুক ও এমটিবি ফাউন্ডেশনের সহযোগী গোলাম রাব্বানী। প্রথম আলো ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন, ট্রাস্টের কোষাধ্যক্ষ জাহিদা ইস্পাহানী, সমন্বয়ক মাহবুবা সুলতানা ও সহকারী কর্মসূচি কর্মকর্তা মো. নাজিম উদ্দিন।
‘এমটিবি ফাউন্ডেশন-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী বৃত্তি’ শীর্ষক প্রকল্পের আওতায় অসচ্ছল মেধাবী ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। চুক্তির আওতায় ৫ জন নারী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। প্রত্যেকে শিক্ষার্থীকে তাদের এইচএসসি পর্যায়ে পড়াশোনার জন্য দুই বছর দেওয়া হবে এই শিক্ষাবৃত্তি।