নারী শিক্ষা ও ক্ষমতায়নে এক সঙ্গে কাজ করবে এমটিবি ফাউন্ডেশন ও প্রথম আলো ট্রাস্ট

নারী শিক্ষা ও ক্ষমতায়নে এমটিবি ফাউন্ডেশন ও প্রথম আলো ট্রাস্টের মধ্যে দুই বছর মেয়াদি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সকাল ১১টায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির গুলশান করপোরেট হেড অফিসে।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ এর ‘নারীর জন্য বিনিয়োগ, গতি পাবে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক সঙ্গে কাজ করবে এমটিবি ফাউন্ডেশন ও প্রথম আলো ট্রাস্ট। নারী শিক্ষা ও ক্ষমতায়নে প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রকল্পে সহায়তা প্রদান করবে এমটিবি ফাউন্ডেশন। এ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন ও প্রথম আলো ট্রাস্টের মধ্যে দুই বছর মেয়াদি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ৪ মার্চ ২০২৪ তারিখে সকাল ১১টায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির করপোরেট হেড অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এমটিবি ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী ও প্রথম আলো ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী। ‘এমটিবি ফাউন্ডেশন-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী বৃত্তি’ শীর্ষক প্রকল্পের আওতায় অসচ্ছল মেধাবী ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

এমটিবি ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী ও প্রথম আলো ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী। আজ সকাল ১১টায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির গুলশান করপোরেট হেড অফিসে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম, ডিভিশনাল হেড, গ্রুপ হিউম্যান রিসোর্স ডিভিশন মাসুদ মুশফিক জামান, হেড অব গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স, শাফায়াত উল্লাহ, ডিভিশনাল হেড (হোলসেল ব্যাংকিং ডিভিশন) মো. মামুন ফারুক ও এমটিবি ফাউন্ডেশনের সহযোগী গোলাম রাব্বানী। প্রথম আলো ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন, ট্রাস্টের কোষাধ্যক্ষ জাহিদা ইস্পাহানী, সমন্বয়ক মাহবুবা সুলতানা ও সহকারী কর্মসূচি কর্মকর্তা মো. নাজিম উদ্দিন।

 ‘এমটিবি ফাউন্ডেশন-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী বৃত্তি’ শীর্ষক প্রকল্পের আওতায় অসচ্ছল মেধাবী ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। চুক্তির আওতায় ৫ জন নারী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। প্রত্যেকে শিক্ষার্থীকে তাদের এইচএসসি পর্যায়ে পড়াশোনার জন্য দুই বছর দেওয়া হবে এই শিক্ষাবৃত্তি।